শেষ আপডেট: 12th November 2024 14:11
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট খেলায় কোনও বাউন্সার সামলানো একজন ব্যাটারের কাছে সবসময় যথেষ্ট চ্যালেঞ্জিং। সামান্য ভুল হলেই বলে গতি বিপর্যয় ডেকে আনতে পারে। কয়েকটি ক্ষেত্রে সেটা আবার প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।
বিশ্বের অধিকাংশ ব্যাটার এই বাউন্সার ডেলিভারি এড়িয়ে যেতে চান। তবে রোহিত শর্মা হলে ব্যাপারটা আলাদা! তিনি পুল হাঁকিয়ে ছক্কা মারতে ভালবাসেন।
অনেকসময় এই বাউন্সের কারণেই ব্যাটটার মাথায় আঘাত পেয়ে থাকেন। ক্রিকেটের ভাষায় এটাকে 'কনকাশন' বলা হয়ে থাকে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে একটি নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনও ব্যাটারের হেলমেটে বাউন্সার লাগে, তাহলে তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হলেই পরের বলটা খেলতে পারবেন।
কনকাশন টেস্ট কোনও ব্যাটারই খুব একটা বেশি পছন্দ করেন না। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আসলে, নরওয়ে এবং সুইডেনের মধ্যে একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে নরওয়ের একজন ব্যাটারের হেলমেটে বলটা লাগে। নিয়ম অনুসারে, নরওয়ে ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট মাঠে দৌড়ে আসেন। তিনি ওই ব্যাটারের শারীরিক পরীক্ষা করেন।
আর এখানেই রয়েছে টুইস্ট। ওই ফিজিওথেরাপিস্ট একজন মহিলা ছিলেন। যন্ত্রণায় কাতরালেও, মহিলা ফিজিওকে দেখে তাঁর মুখে হাসি দেখতে পাওয়া যায়। জানান, তাঁর তেমন কোনও সমস্যা হচ্ছে না। শেষপর্যন্ত আবারও খেলা শুরু হয়।
Mai Hota To Har Over Mai Injured ho jata ???? pic.twitter.com/Oh0Cz8iigp
— Prof cheems ॐ (@Prof_Cheems) October 13, 2024
ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুরু হয়েছে কমেন্টের বন্যাও। নেটনাগরিকদের একাংশ বলতে শুরু করেছেন যে, ওই মহিলা ফিজিওকে দেখেই ব্যাটারের 'দিল গার্ডেন গার্ডেন' হয়ে গিয়েছিল। তাঁদের কথায়, ব্যাটাররা তো শুধু এই কারণেই নাকি আহত হচ্ছিলেন, যাতে ওই মহিলা ফিজিও তাঁদের পরীক্ষা করতে মাঠে আসেন।