শেষ আপডেট: 29th August 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ বা ‘ডিআরএস’। এই প্রযুক্তিতে দেখে নেওয়া হয় আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক কিনা। ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে অধিনায়ক বা সংশ্লিষ্ট ব্যাটার রিভিউ নিতে পারেন। অনেকেই এর নাম দিয়েছেন ‘ধোনি রিভিউ সিস্টেম’। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ নিশ্চিত না হয়ে ‘ডিআরএস’-এর আবেদন করেন না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনিই ঠিক। যে কারণে ক্রিকেটপ্রেমীরা এই রিভিউ সিস্টেমকে 'ধোনি রিভিউ সিস্টেম' বলে থাকেন।
ক্রিকেটপ্রেমীদের এই নতুন নামে সায় দিয়েছেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। ধোনির খেলা বহু ম্যাচে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন অনিল। সেই অভিজ্ঞতা থেকে ভারতের অভিজ্ঞ আম্পায়ারের পর্যবেক্ষণ, ‘ডিআরএস’ নেওয়ার ক্ষেত্রে ধোনি খুব নিখুঁত। যে কারণে এই নাম যথাযথ।
তিনি বলেছেন, ‘'উইকেটরক্ষকেরা যে জায়গায় দাঁড়ায় সেখান থেকে বোলারের অবস্থান সব সময় ঠিক মতো বোঝা যায় না। তবু ধোনির আবেদনগুলো বেশ যুক্তিসঙ্গত হয়। চাপের সময়ও ধোনির অনুমান খুব একটা ভুল হয় না। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ও খুব নিখুঁত। বলা যায় প্রায় নিখুঁত। তাই ‘ডিআরএস’কে ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলাই যায়।’’
দুরন্ত ক্রিকেট মস্তিষ্ক কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে ‘ডিআরএস’ নেন ধোনি। দু’টি বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়কের এই দক্ষতাকে কুর্নিশ জানিয়ে তিনিও বলেই ফেললেন, ডিআরএস মানেই ‘ধোনি রিভিউ সিস্টেম’।