শেষ আপডেট: 16th January 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার ডিভোর্স জল্পনা যেন কিছুতেই থামতে চাইছে না। বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একের পর এক খবর সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, চাহালের কাছে খোরপোশ হিসেবে ধনশ্রী নাকি ৬০ কোটি টাকা দাবি করেছেন। কিন্তু, টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার নাকি এখনও পর্যন্ত একটাও টাকা দেননি।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে। কিন্তু, এই দাবি কতটা সত্যি, তা নিয়েও ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ প্রশ্ন তুলেছেন। সত্যিই কি ধনশ্রী তাঁর স্বামী যুজবেন্দ্র চাহালের থেকে ৬০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুসারে, এই দাবি মধ্যে আসলে কোনও সত্যতাই নেই। এমনকী, এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পাশাপাশি যুজবেন্দ্র চাহালও এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
যদিও ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহাল একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি পরিবার, মূল্যবোধ এবং সমর্থকদের সাপোর্ট নিয়ে মুখ খুলেছিলেন। কিন্তু, সেখানে আর্থিক লেনদেনের কোনও বিষয় উল্লেখ করা হয়নি। আর সেকারণেই সোশ্যাল মিডিয়ার এই দাবি যে নেহাতই ভিত্তিহীন, সেটা বলা যেতেই পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের মোট সম্পত্তির পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমানে চাহালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। পাশাপাশি যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ২৩ কোটি টাকা সম্পত্তির মালকিন। তাঁদের বৈবাহিক সম্পর্কে চিড় ধরার খবর শোনা গেলেও, বিস্তারিত কিছু জানা যায়নি।