শেষ আপডেট: 9th January 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো : মানব সভ্যতা যত সামনের দিকে এগোচ্ছে, ততই বিজ্ঞান সাধারণ মানুষের জীবনে অভিশাপ হয়ে নেমে আসছে। আর এই গোদের উপর কার্যত বিষফোঁড়া হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সংক্ষিপ্ত নাম AI। বিজ্ঞানের এই প্রযুক্তির দৌলতেই একাধিক ভুয়ো এবং বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। মহম্মদ সামি-সানিয়া মির্জা এবং শিখর ধাওয়ান-হুমা কুরেশিকে নিয়ে একাধিক ভুয়ো এবং বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার সেই তালিকায় নাম যোগ হল ধনশ্রী বর্মা এবং শ্রেয়স আইয়ারের।
গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন ধনশ্রী বর্মা। গুঞ্জন উঠেছিল, টিম ইন্ডিয়ার তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে নাকি তাঁর ডিভোর্স হতে চলেছে। এমনকী, বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এও দাবি করা হয়েছিল, যুজবেন্দ্র নাকি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবি ডিলিট করে দিয়েছেন। এরপর থেকে একাধিক রসাল গুজব ছড়াতে শুরু করে। এমনকী, ভারতের তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ারের সঙ্গে সম্পর্ক নিয়েও বিতর্ক শুরু হয়। যদিও বুধবার (৮ জানুয়ারি) ধনশ্রী ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে যাবতীয় জল্পনা উড়িয়ে দেন। এবং সমালোচকদের একহাত নিয়েছেন।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধনশ্রী বর্মা এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে একাধিক ছবি ভাইরাল হতে শুরু করেছে। অধিকাংশ ছবিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে নিউজ আড্ডা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, শ্রেয়স আইয়ার এবং ধনশ্রী বর্মা একটি সুইমিং পুলে একসঙ্গে জলকেলি করছেন। এই ছবিটা যে ভুয়ো, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। যদিও মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। আর বইতে শুরু করে কমেন্টের বন্যাও।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিয়ে হয়েছিল। এর আগেও তাঁদের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৩ সালে ধনশ্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চাহাল পদবিটা মুছে ফেলেছিলেন। এরপর জল্পনা শুরু হয়েছিল, তাঁদের নাকি ডিভোর্স হতে চলেছে। যদিও কয়েকদিনের মধ্যেই সমালোচকদের ভ্রান্ত ধারণা ভেঙে যায়।