শেষ আপডেট: 29th November 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্য়াচটি হেগলে ওভালে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৪৯ রান করেছিল।
তবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটাররা খুব একটা নজর কাড়তে পারেননি। ওপেনার জ্যাক ক্রাউলি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করলেন হ্যারি ব্রুক। ম্যাচের দ্বিতীয় দিনই দুর্দান্ত একটি শতরান হাঁকালেন তিনি।
ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার হ্যারি ব্রুক মেগা অকশনে নেমেছিলেন। এই ক্রিকেটারের উপর দিল্লি ক্যাপিটালস আরও একবার আস্থা রাখল। মেগা অকশনে হ্যারি ব্রুককে তারা ৬.২৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে।
২০২৫ আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নামবেন হ্যারি ব্রুক। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতত তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে কিউয়ি বোলারদের কার্যত তুলোধনা করলেন হ্যারি। ১২৩ বলে তিনি নিজের শতরান পূরণ করেন। টেস্ট ক্রিকেটে হ্যারি ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করছেন। এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে তিনি ৩৬ ইনিংসে সাতটি শতরান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৬০.৩৮।