শেষ আপডেট: 6th January 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার (৫ জানুয়ারি) ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত বর্ডার-গাভাসকার ট্রফি শেষ হয়ে গেল। এই সিরিজে ক্যাঙারুবাহিনী ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই জয়ের আনন্দে এতটাই বিভোর হয়ে যায়, তারা নিজেদের অজান্তেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকারকে অপমান করে বসেন। আসলে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ জয় করার পর বর্ডার-গাভাসকার ট্রফি দেওয়ার জন্য টিম ইন্ডিয়ার এই কিংবদন্তী ক্রিকেটারকে আমন্ত্রণই জানানো হল না। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শুধুমাত্র অ্যালান বর্ডারকেই আমন্ত্রণ জানানো হয়।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। অবশেষে পরিস্থিতি বুঝে অস্ট্রেলিয়া ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ক্রিকবাজকে দেওয়া একটি বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা জানি যে অ্যালান বর্ডার এবং সুনীল গাভাসকার দুজনকেই একসঙ্গে মঞ্চে ডাকা উচিত ছিল। এটা করতে পারলে অবশ্যই ভাল হত।' ৬৯ বছর বয়সি গাভাসকার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত, ৭৫ বছর বয়সি গাভাসকার রবিবার অভিযোগ করেছিলেন, 'অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে আমাকে ট্রফি দেওয়ার জন্য ডাকা হয়নি।'
আপাতভাবে মনে হচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিকল্পনাই ছিল যে অ্যাওয়ার্ড সেরিমনিতে গাভাসকার কিংবা বর্ডারের মধ্যে কোনও একজনকে আমন্ত্রণ জানানো হবে। এই সিরিজে যে দল জয়লাভ করবে, সেই দলের থেকেই অতিথি আমন্ত্রণ করা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন আধিকারিক জানিয়েছেন, যদি ভারতীয় ক্রিকেট দল এই সিরিজ জিতত, তাহলে অবশ্যই সুনীল গাভাসকারকে আমন্ত্রণ জানানো হত। ক্যাঙারু দল জেতার কারণেই অ্যালান বর্ডারকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকার ট্রফি ১৯৯৬-৯৭ সাল থেকে শুরু হয়েছে। প্রথমবার এই সিরিজটা ভারতেই আয়োজন করা হয়েছিল। নামকরণ হওয়ার পর এই দুটো দলের মধ্যে মোট ১৭টি সিরিজ খেলা হয়েছে। মোট এই দুটো দলের মধ্যে ২৯ সিরিজের আয়োজন করা হয়েছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ১৩ বার এবং ভারত ১১ বার জয় হাসিল করেছে। আর পাঁচটি সিরিজ ড্র হয়েছে। ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এবং অজিদের মধ্যে প্রথম টেস্ট সিরিজ আয়োজন করা হয়।