শেষ আপডেট: 12th April 2025 00:03
দ্য ওয়াল ব্যুরো: আইপিলে (IPL 2025) সুনীল নারাইনের মতো তাঁকে কেউ জব্দ করতে পারেন না! শুক্রবারের ম্যাচে তাই আবার প্রমাণিত হল। তাঁর বলেই মাত্র ১ রান (৪ বল) করে আউট হলেন এম এস ধোনি (MS Dhoni)। ম্যাচেও ধরাশায়ী হয়েছে দল। কিন্তু কেকেআর-এর (KKR) বিরুদ্ধে সত্যিই আউট ছিলেন ধোনি? 'আলট্রা এজ' (Ultra Edge) দেখার পর কিন্তু শুরু হয়েছে বিতর্ক।
১৫.৩ ওভারে সুনীল নারিনের বল মিস করলে তা ধোনির পায়ে লাগে। আম্পায়ার এলবিডব্লিউ দেন। সঙ্গে সঙ্গে ধোনি রিভিউ নিয়েছিলেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে থার্ড আম্পায়ার তাঁকে আউটই দেন। কিন্তু আলট্রা এজ দেখে অনেকেই মানতে রাজি নন যে ধোনি আউট ছিলেন। কারণ 'স্পাইক' দেখা গেছিল। আর এটা নিয়েই যত বিতর্ক। 'স্পাইক' দেখা গেছে মানে ব্যাটে লেগেছে। তা সত্ত্বেও কীভাবে ধোনিকে আউট দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এই বিষয়ে অবশ্য একাংশ যুক্তিও দেখিয়েছে। তাঁদের বক্তব্য, ব্যাট এবং বলের মধ্যে গ্যাপটা পরিষ্কার ছিল। বল ব্যাটের কাছে দিয়ে যাওয়ার সময়ে হালকা 'স্পাইক' ধরা পড়েছিল বটে কিন্তু তা ব্যাটের স্পর্শর জন্য নয়। মনে করা হচ্ছে, হাওয়ার বেগের কারণে তা হতে পারে। যদিও বিষয়টি স্পষ্ট নয়। তবে ব্যাট-বলে গ্যাপ দেখেই আম্পায়ার আউট দিয়েছেন।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক রাহানে। সেই সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল তা বোঝা যায় ম্যাচের ফলাফলেই। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৩ রান করতে পেরেছিল চেন্নাই। অনবদ্য বল করেন নারাইন, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। প্রথম জন ৩ উইকেট এবং বাকি দু'জন ২টি করে উইকেট নেন। চেন্নাইয়ের হয়ে শিবম দুবে ছাড়া কেউ বেশিক্ষণ পিচে টিকতেই পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভার ১ বলেই খেলা শেষ করে দেয় কলকাতা। বলের পর ব্যাটেও দুরন্ত পারফর্ম করেন সুনীল নারাইন। ১৮ বলে ৪৪ রান করেন তিনি। ১০৩ করতে খালি ২ উইকেটই হারিয়েছিল কেকেআর। এক কথায় বলা যায়, চিপকে একতরফা ম্যাচে জিতল শাহরুখের দল।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল কেকেআর। যদিও তাঁরা বাকিদের থেকে অন্তত ১ ম্যাচ বেশি খেলেছে। এই ম্যাচে হারের ফলে চেন্নাই নেমে গেল ৯ নম্বরে। ৬ ম্যাচে মাত্র ১টিতেই জিততে পেরেছে তাঁরা।