শেষ আপডেট: 22nd August 2024 11:46
দা ওয়াল ব্যুরো: আইপিএল সভায় নজিরবিহীন বিতর্ক হয়েছে দুই মালিকের মধ্যে। কেকেআরের পক্ষে হাজির ছিলেন শাহরুখ খান এবং পাঞ্জাব দলের হয়ে ছিলেন প্রীতি জিন্টার প্রাক্তন প্রেমিক নেস ওয়াহিদা।
বিনোদন লিগের একটি নিয়ম নিয়ে বিতর্ক হয়েছে। প্রতি বছর এখন আইপিএলের মেগা নিলাম হয়ে থাকে। তাতে বহু অর্থ খরচ হয়ে থাকে, সেই নিয়ে আপত্তির কথা তোলেন শাহরুখ। সেটি মানতে রাজি নন নেস। তিনি এই নিয়ে সভায় কিং খানের বিরুদ্ধাচরণ করেন। নেসের দাবি ওই নিলামে নতুন নতুন ক্রিকেটার নেওয়া যেতে পারে। এই নিয়ে দুই মালিকের মধ্যে তর্কাতর্কি হয়। এতে বাকিরাও তাজ্জব বনে যান।
শুধু তাই নয়, এই লিগের আরও একটি নিয়ম হল প্রতি দল চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। আরও একজন রাইট টু কার্ড ব্যবহার করে খেলতে পারবে। সেই নিয়ম নিয়েও দুই তারকা মালিকের মধ্যে ঝামেলা হয়। শাহরুখ বলেন এই নিয়মের বদল দরকার। কিন্তু নেস এই নিয়ে আপত্তি তোলেন। এই নিয়ে হস্তক্ষেপ করতে হয় বোর্ড সচিব জয় শাহকে।
যদিও এই ঘটনার কথা মানতে চায়নি নেস। তিনি বৈঠকের পরে জানিয়েছেন, আমার সঙ্গে শাহরুখের সম্পর্ক খুব ভাল। কোনও বিতর্ক হয়নি। দুজনের মধ্যে শুধু আলোচনা হয়েছে। কিং খানও কিছু বলেননি।বিষয়টি নিয়ে যে তুমুল আলোচনা হয়েছে বোর্ডের অন্দরে, সেটি না বললেও চলে।