শেষ আপডেট: 5th November 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার তারা অস্ট্রেলিয়া সফরে পাড়ি দেবে। বর্ডার-গাভাসকার ট্রফি খেলার জন্য় টিম ইন্ডিয়া ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে এই সিরিজটা যে কোনও মূল্যে জিততে হবে টিম ইন্ডিয়াকে। এই সিরিজে জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডও ঘোষিত হয়ে গিয়েছে।
টিম ইন্ডিয়ার এই স্কোয়াড দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই অবাক হয়েছে। তাঁদের দাবি, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার থেকেও যে ক্রিকেটারের রেকর্ড ভাল, তাঁকেই দলে নেওয়া হল না? সত্যি কথা বলতে কী, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা এই ক্রিকেটারকে লাগাতার ব্রাত্যদের দলে ঠেলে দিচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করলেও, টিম ইন্ডিয়ায় কিছুতেই সুযোগ পাচ্ছেন না তিনি।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আগামী ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। এই বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পূজারাকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি। সম্প্রতি, রনজি ট্রফিতেও পূজারা ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর ফ্যানেরা আশা করেছিলেন যে ভারতীয় ক্রিকেট দলে হয়ত আরও একটা সুযোগ তাঁকে দেওয়া হতে পারে।
যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারার পরিসংখ্যান নিয়ে আলোচনা করতেই হয়, তাহলে সেটা যে বিরাট কোহলির থেকে অনেকটাই ভাল, তা স্বীকার করতেই হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারা এখনও পর্যন্ত ২৫ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি মোট ২,০৭৪ রান করেছেন। ইতিমধ্যে পূজারার ব্যাট থেকে পাঁচটি সেঞ্চুরি এবং ১১ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
এবার বিরাট কোহলির পরিসংখ্যান নিয়ে আলোচনা করা যাক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট ২৫ টেস্ট ম্য়াচের ৪৪ ইনিংসে মোট ২,০৪২ রান করেছেন। যদিও পূজারার থেকে খুব বেশি পিছনে নেই কোহলি। কিন্তু, অধিনায়ক রোহিত শর্মা অনেকটাই পিছনে রয়েছেন। রোহিত এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি মাত্র ৭০৮ রান করেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার করুণ দশা দেখার পরই ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা চেতেশ্বর পূজারাকে দলে ফেরানোর দাবি তুলেছেন। কিউয়ি দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটাররা রান করার জন্য় কার্যত হা-পিত্যেশ করে বসেছিলেন। কয়েকজন ব্যাটার তো আবার খুব বেশিক্ষণ উইকেটে টিকতেও পারেননি।