শেষ আপডেট: 30th October 2024 13:29
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে সময় নেই। রাত পোহালেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাতে রিটেনশন লিস্ট জমা দিতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। এই পরিস্থিতিতে চলছে শেষপর্যায়ের প্রস্তুতি।
আসন্ন আইপিএল মরশুমে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৬ ক্রিকেটারকে রিটেন করতে পারবে। চেন্নাই সুপার কিংস কোন কোন ক্রিকেটারকে রিটেন করতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।
চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করতে পারে ফ্র্যাঞ্চাইজি। এই তালিকা প্রকাশ করার ঠিক একদিন আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটা বড়সড় ইঙ্গিত দেওয়া হল। কোন কোন ক্রিকেটারকে রিটেন করা হবে, তা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপর থেকেই চেন্নাই সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
আসলে, রিটেনশন তালিকা জারি হওয়ার আগে চেন্নাই সুপার কিংস নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে। আর সেই পোস্ট দেখার পর জল্পনা শুরু করেছেন সমর্থকরা। এই পোস্টে সিএসকে বেশ কয়েকটি ইমোজি শেয়ার করেছে। প্রত্যেকটা ইমোজিই একে অপরের থেকে আলাদা। আপাতত সিএসকে সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে যে কোন কোন ক্রিকেটারকে শেষপর্যন্ত রিটেন করা হবে।
????????????????✅????
— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2024
????????????⚡????????️⚓
????????????????????????
????????????⏳????????
????️⚔️????????????????
The Ones You Seek is Seeking You!
Tap the ???? - https://t.co/MNwIFDgxBK
and play the #DeadlineDay now! #WhistlePodu #Retentions2025
সমর্থকদের একাংশ মনে করছেন, আসন্ন আইপিএল মরশুমে রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, রাচিন রবীন্দ্র এবং মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করতে পারে ফ্র্যাঞ্চাইজি। এর আগেও রিটেনশন সংক্রান্ত এমন পোস্ট করেছিল চেন্নাই সুপার কিংস। ইতিপূর্বে ২০২২ সালেও রিটেনশনের আগে এমনই পোস্ট করেছিল সিএসকে। সেইসময়ই চেন্নাই সমর্থকরা এই তালিকা নিয়ে যথেষ্ট জল্পনা করেছিল।
যদি এই ইমোজি বিশ্লেষণ করা যায়, তাহলে এরমধ্য তরোয়াল, ঘোড়া, আগুন, ক্রস ফিঙ্গারের মতো একাধিক ইমোজি রাখা হয়েছে। কয়েকজন সমর্থক মনে করছেন, সিএসকে নিজেদের পুরনো পোস্টই আবার নতুন করে শেয়ার করেছে।