শেষ আপডেট: 15th October 2024 20:50
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি ভারতের বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো সিরিজেই বাংলাদেশের টাইগারদের হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। আর এই অপমানের জ্বালা মেটাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে সাসপেন্ড করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ মঙ্গলবার মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে একটি আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি গোটা বিষয়টা নিশ্চিত করেছেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, 'আমরা সাসপেন্ড করার আগে ওঁকে নোটিশ পাঠিয়েছিলাম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এরপর চুক্তি বাতিল করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্স অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন।'
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চন্ডিকা হাতুরিসিংহের চুক্তি ২ বছরের ছিল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তা শেষ হওয়ার কথা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের এক ক্রিকেটারকে নাকি চড় মেরেছিলেন। এরপর বিসিবি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে।
চন্ডিকা হাতুরিসিংহের কোচিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি যথেষ্ট সাফল্য অর্জন করেছিল। পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এই প্রথমবার টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ভারতের বিরুদ্ধে তারা হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরে।