শেষ আপডেট: 13th December 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো : আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্ট খেলার জন্য তারা কোনওমতেই পাকিস্তান যাবে না। এই পরিস্থিতিতে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে হাইব্রিড মডেলের শর্ত রেখেছিল। পিসিবি প্রাথমিকভাবে এই শর্ত মানতে না চাইলেও, শেষপর্যন্ত তা স্বীকার করতে বাধ্য হয়। যদিও এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম মারফৎ জানা গিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডের পরিবর্তে টি-২০ ফরম্যাটে আয়োজন করবে। আর সেটাই যদি সত্যি হয়, তাহলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পক্ষে খেলা সম্ভব হবে না।
কারণ, চলতি বছর টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার এটাই দেখার যে এই টুর্নামেন্ট খেলার জন্য তাঁরা অবসর ভেঙে আবারও টিম ইন্ডিয়ায় কামব্যাক করেন কি না। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রিপোর্ট অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসি-র হাইব্রিড মডেলের শর্ত মেনে নিয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও একটি শর্ত আইসিসি-র কাছে রাখা হয়েছে। পাকিস্তানের দাবি, ২০২৭ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে, তাতে পাকিস্তানও এই হাইব্রিড মডেলেই খেলতে নামবে। অর্থাৎ, তারাও কোনও আইসিসি টুর্নামেন্ট খেলার জন্য ভারতে আসবে না।