শেষ আপডেট: 18th February 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যে দুবাই পৌঁছে গিয়েছে। সেখানে অনুশীলন করার সময় টিম ইন্ডিয়াকে বেশ খোশ মেজাজেই দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের এই প্র্যাকটিস আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ মাঝখানে মাত্র আর ১ দিন বাকি রয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
এই ম্যাচের সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে, ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে JioHotstar অ্যাপে। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার হাত মেলানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার প্রশ্ন হল, মোবাইলের এই অ্যাপে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখার জন্য আপনাকে কত টাকা দিতে হবে।
কয়েকদিন আগে শোনা যাচ্ছিল যে এবার কিন্তু আর ফ্রি'তে ম্যাচ দেখা যাবে না। ঘরে বসে চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করার জন্য টাকা খরচ করতে হবে। কমপক্ষে আপনাকে ১৪৯ টাকার প্যাকেজ নিতেই হবে। তাহলেই এই অ্যাপে আপনি ম্যাচ দেখতে পাবেন।
তবে এবার শোনা যাচ্ছে যে এই টাকা-পয়সার গোটা বিষয়টা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে লাগু হবে। অর্থাৎ আইপিএল টুর্নামেন্ট দেখার জন্য আপনাকে এই টাকা খরচ করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে এক পয়সাও লাগবে না।
২০ ফেব্রুয়ারি - বনাম বাংলাদেশ
২৩ ফেব্রুয়ারি - বনাম পাকিস্তান
২ মার্চ - বনাম নিউজিল্যান্ড
টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
পরিবর্ত ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তবে যদি না দরকার পড়ে, তাহলে এই তিন ক্রিকেটার দুবাই যাবেন না।