শেষ আপডেট: 24th December 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বহুদিন ধরেই এই ঘোষণার অপেক্ষা করছিল গোটা ক্রিকেট বিশ্ব। এবারের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতে থাকলেও, তা হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। কারণ, বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে তারা পাকিস্তান যেতে পারবে না।
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্য়াচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আর আগামী ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের প্রতিটা ম্য়াচই দুবাইয়ে খেলবে। কবে-কোন দলের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে, আসুন সেটা জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত, প্রতিটা ম্যাচই ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে শুরু হবে। যদি ভারতীয় ক্রিকেট দল ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে সেই ম্যাচটা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
এই টুর্নামেন্ট মোট আটটি দলের মধ্যে আয়োজন করা হবে। গোটা টুর্নামেন্ট জুড়ে খেলা হবে মোট ১৫ ম্যাচ। পাকিস্তানের মোট তিনটে ভেন্যুতে ম্যাচগুলো খেলা হবে - রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচি। যদিও ভারতের প্রতিটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হবে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। সেটা অবশ্যই ভারতের কথা মাথায় রেখে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা লাহোরে আয়োজন করা হবে।