শেষ আপডেট: 8th December 2024 11:35
দ্য ওয়াল ব্যুরো : ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে আশা ছিল, তা বড়সড় ধাক্কা খেল। রবিবার চলতি বর্ডার-গাভাসরকার ট্রফির অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়া ১০ উইকেটে হার স্বীকার করেছে।
ভারতের শতকরা পয়েন্ট ৬১.১১ থেকে নেমে ৫৭.২৯ হয়ে গিয়েছে। আর সেইসঙ্গে ভারত ২ ধাপ নিচে নেমে গেল। টিম ইন্ডিয়ার আগে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ফাইনালের দৌড়ে থাকা দক্ষিণ আফ্রিকা।
এই সিরিজে ভারতের সামনে আর তিনটে টেস্ট ম্যাচ বাকি রয়েছে। পাশাপাশি রয়েছে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু, গত ২ মাসের মধ্যে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচে হার এই চ্যালেঞ্জ আরও কঠিন করে দিয়েছে। প্রথমে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। আর এবার অ্যাডিলেড টেস্টে পরাজয়।
এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতেই হয়, তাহলে বাকি তিনটে ম্যাচই জিততে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে কাজটা যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। যদি পরের তিনটে টেস্ট ম্যাচ ভারত জিততে না পারে, তাহলে অন্য দলগুলোর দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। সেখানে অনেক জটিল অঙ্ক রয়েছে।