শেষ আপডেট: 16th February 2025 00:15
দ্য ওয়াল ব্যুরো: বরাবাটি স্টেডিয়াম। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরির দৌলতে কটকের এই স্টেডিয়ামের নাম সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবার এই মাঠেই খেলতে নামবে যিশু সেনগুপ্তরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলতে নামবে বেঙ্গল টাইগার। প্রতিপক্ষ মুম্বই হিরোজ। এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বেঙ্গল টাইগার কোচ শরদিন্দু মুখোপাধ্যায়।
ম্যাচের আগে শরদিন্দু বললেন, 'দুটো ম্যাচের পর আমরা আপাতত এক থেকে চারের মধ্যে রয়েছি। আগামীকাল ম্যাচের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচটা শেষ করলে আমরা পয়েন্টস টেবিলে এক কিংবা দুইয়ে শেষ করব। সেমিফাইনালে কাদের সঙ্গে আমরা খেলব, সেটাও দেখে নিতে পারব।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি সেলিব্রিটি ক্রিকেট লিগের দুটো ম্যাচ কটকের বরাবাটি স্টেডিয়ামে রাখা হয়েছে। এরমধ্যে একটি হল এই বেঙ্গল টাইগার বনাম মুম্বই হিরোজ ম্যাচ। বাংলার বাঘেদের নেতৃত্ব দেবেন যিশু সেনগুপ্ত।
শরদিন্দু মুখোপাধ্যায় আরও যোগ করলেন, 'এই বছর টুর্নামেন্টের ফরম্যাট বদলে গিয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল হয়েছে। ফলে নকআউট পর্বে কোন দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবার আগে আগামীকালের ম্যাচটা আমাদের জিততে হবে। তাহলেই পয়েন্ট টেবিলটা আমরা কন্ট্রোল করতে পারব।'
ইতিপূর্বে বেঙ্গল টাইগাররা দুটো ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে চেন্নাই রাইনোকে তারা ১২ রানে হারিয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে পঞ্জাব দ্য শেরের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে যিশু অ্যান্ড কোম্পানির আত্মবিশ্বাস যে অনেকটাই উপরে রয়েছে, তা বলাই বাহুল্য।