শেষ আপডেট: 31st October 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দূর্ঘটনার কবলে পড়লেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস। জানা গিয়েছে, তাঁর বাড়িতে মারাত্মক ডাকাতি হয়েছে। টেস্ট সিরিজ খেলার জন্য আপাতত পাকিস্তানে রয়েছেন স্টোকস। স্থানীয় সূত্রের খবর, মুখোশধারী কয়েকজন দুষ্কৃতী স্টোকসের বাড়িতে হামলা চালায়। সেইসময় বাড়িতেই ছিলেন তাঁর স্ত্রী ক্লেয়ার এবং দুই সন্তান - লেইটন এবং লিবি। গোটা পরিবারে আপাতত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ঘটনাটি গত ১৭ অক্টোবরের। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে ব্যস্ত ছিলেন বেন স্টোকস। সেইসময় তাঁর নর্থ-ইস্ট ইংল্যান্ডের কাসল ইডেনে অবস্থিত বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতি। তারপরই শুরু হয় লুটপাট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘটনাটির কথা উল্লেখ করেন ব্রিটিশ অধিনায়ক। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে পরিবারের কাউকে শারীরিক নিগ্রহ করা হয়নি। তবে তাঁর স্ত্রী এই ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল।
সঙ্গে স্টোকস আরও যোগ করেন, তাঁর বাড়ি থেকে ওই দুষ্কৃতীরা বেশ কয়েকটি মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে। এরমধ্যে রয়েছে মূল্যবান অলঙ্কার এবং সংবেদনশীল জিনিসপত্র। খোওয়া যাওয়া এই জিনিসগুলো আর অন্যকিছু দিয়ে ভরাট করা যাবে না।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের কাছে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক আবেদন করেছেন যে তাঁরা যেন দোষীদের ধরতে সাহায্য করেন। পাশাপাশি যে জিনিসগুলো চুরি করা হয়েছে, তার ছবিও পোস্ট করেছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার যাতে দ্রুত তদন্ত হয়, সেকারণেও আবেদন করেছেন তিনি।