শেষ আপডেট: 15th August 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও। তিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও ছিলেন।
এদিকে, অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হলেও তিনি সভাপতি পদে বসতে পারেননি। যে কারণে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে অভিভাবকশূন্য। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন হলেও এখনও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি দেশে।
এরমধ্যেই আবার আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি ২০ বিশ্বকাপ। বাংলাদেশে ওই মেগা আসর না হলে ভারতসহ শ্রীলঙ্কার আয়োজনের কথা ছিল।
ভারতকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবও দিয়েছিল আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। তবে আইসিসি-র প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিসিআই। বাংলাদেশের বিশ্বকাপ তারা আয়োজন করতে চাইছে না।
জয় শাহ সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা মহিলাদের টি ২০ বিশ্বকাপ আয়োজন করতে চাই না। কারণ গতবছরই আমরা পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করেছি। পাশাপাশি সামনের বার মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপও ভারতে হবে। আমরা চাই না, আইসিসি আমাদের ওপর এত সদয় হোক।’’
অমিত শাহ পুত্র আরও জানান, আমাদের সঙ্গে বাংলাদেশের কারও কথা হয়নি। তবে আমি দ্রুত ওদের সঙ্গে কথা বলব। বাংলাদেশে না হলে বিশ্বকাপ আয়োজন করতে পারে আরব আমিরশাহী কিংবা শ্রীলঙ্কার মধ্যে কোনও দল।