শেষ আপডেট: 19th January 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতিদিন এই টুর্নামেন্টে কোনও না কোনও নাটক দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশি এক ক্রিকেট সমর্থকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ওই সমর্থক চট্টগ্রাম কিংসের সমর্থক। দল হেরে যাওয়ার কারণে তিনি যারপরনাই মুষড়ে পড়েছেন। তবে কারণটা একেবারেই আলাদা।
গত শুক্রবার রংপুর রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল চট্টগ্রাম কিংস। এই ম্যাচে রংপুর প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৪ রান তুলেছিল। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫৯ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ। স্টিভেন টেইলর করেন ৩৯ রান।
এরপর আসে চট্টগ্রামের ব্যাট করার পালা। এই দলের কোনও ব্যাটার হাফসেঞ্চুরি করা তো অনেক দুরের কথা, ৪০-এর চৌকাঠই স্পর্শ করতে পারলেন না। দলের হয়ে সর্বাধিক ৩৮ রান করেন শামিম হোসেন। অবশেষে নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ১৩১ রান করে। আর সেইসঙ্গে ৩৩ রানে এই চটা তারা হেরে যায়। রংপুর ব্রিগেডের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছিলেন আকিফ জাভেদ।
ম্যাচ শেষ হতে না হতেই চট্টগ্রাম সমর্থকরা হতাশায় ভেঙে পড়েন। ইতিমধ্য়ে স্টেডিয়ামের বাইরে এক সমর্থকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, 'জীবনে অনেক কষ্ট করেছি। চাকরি করেও খেলা দেখতে এসেছিলাম। আজ অন্তত একটা জয়ের গন্ধ পেয়েছিলাম। ভেবেছিলাম, আজকের দিনটা অন্তত আনন্দ করে কাটাতে পারব। এই কথা ভেবেই খেলা দেখতে এসেছিলাম। খেলা দেখার জন্য় গাড়িভাড়া সমেত বউ আমাকে হাজার টাকা দিয়েছিল। কিন্তু এই খেলার কোনও ফলাফল পেলাম না।'
প্রসঙ্গত, রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম কিংস বিপিএল ময়দানে খেলতে নেমেছে। প্রতিপক্ষ ফরচুন বরিশাল। এই ম্যাচে টস হেরে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নেমেছে। কিন্তু, আজও তারা মুখ থুবড়েই পড়েছে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে মাত্র ১২১ রান করেছে।