শেষ আপডেট: 14th September 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজের প্রথম ম্যাচটি চেন্নাইয়ে এবং দ্বিতীয় ম্যাচ কানপুরে আয়োজন করা হবে।
বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে। লম্বা বিরতির পর ভারতীয় ক্রিকেট দল আরও একবার টেস্ট ক্রিকেটে কামব্যাক করতে চলেছে। এই সিরিজে বাংলাদেশের স্পিনারদের একটু সাবধানে খেলতে হবে ভারতীয় ব্যাটারদের।
বাংলাদেশের এই পেস বোলারের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ঘণ্টায় তিনি ১৪৫ কিলোমিটার গতিবেগে বল করতে পারেন। উচ্চতা বেশি হওয়ার কারণে তিনি অতিরিক্ত বাউন্সও পান। সেকারণে বিপক্ষের ব্যাটারদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়।
যদিও বাংলাদেশের এক তরুণ পেস বোলারও রোহিত-বিরাটদের চাপে ফেলতে পারে। এই বোলারের নাম নাহিদ রানা। বাংলাদেশের ২১ বছর বয়সি এই পেস তারকা এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে তিনটে ম্যাচ খেলেছেন। কিন্তু, এত কম সময়ের মধ্যেও তিনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন। সবথেকে বড় ব্যাপার হল জসপ্রীত বুমরাহের মতো গুরুত্বপূর্ণ সময়ে তিনি উইকেট শিকার করতে পারেন।
প্রথম টেস্ট ম্য়াচের জন্য বাংলাদেশি স্কোয়াড
নাজমূল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, হাসান মেহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনীক।