শেষ আপডেট: 8th December 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু, ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা কার্যত নতি স্বীকার করল। নির্ধারিত ৪৯.১ ওভারে বাংলাদেশ মাত্র ১৯৮ রানেই অলআউট হয়ে গেল।
এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় বোলারদের সিংহগর্জনে শুরু থেকেই বাংলাদেশ ব্যাকফুটে চলে গিয়েছিল। মাত্র ১৭ রানেই ভেঙে যায় দলের ওপেনিং জুটি। রিজান হোসেন (৪৭) এবং মহম্মদ শিহাব জেমস (৪০) কেউই সেভাবে নজর কাড়তে পারলেন না। বাংলাদেশের এই ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
অন্যদিকে, এই ম্যাচে ভারতের মোট ৭ বোলার পারফরম্য়ান্স করলেন। এরমধ্যে জোড়া উইকেট শিকার করেছেন হার্দিক রাজ, যুধাজিৎ গুহ এবং চেতন শর্মা। আর একটি করে উইকেট শিকার করেন কিরণ চোরমালে, কেপি কার্তিকেয়, আয়ুশ মাহত্রে। এবার ভারতীয় ক্রিকেটাররা এই উইকেটে কেমন ব্যাটিং করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাস্ত করেছিল। ১৩ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ১৭৪ রানের টার্গেট মাত্র ২১.৪ ওভারেই অর্জন করার ক্ষেত্রে বৈভবের অবদান ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ৯ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নেয়।
অন্যদিকে, দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ক্রিকেট দল আবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম দুরন্ত একটি ইনিংস উপহার দেন এবং টাইগারদের ফাইনালে নিয়ে যান। তবে ফাইনাল ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো হতাশ করলেন।