শেষ আপডেট: 8th January 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন কোচ আজ সামান্য একটা চাকরির জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছেন। এরথেকে লজ্জার আর কীই বা হতে পারে? কথা হচ্ছে, অস্ট্রেলিয়ার প্রাক্তন টপ অর্ডার ব্যাটার স্টুয়ার্ট ল'কে নিয়ে। সম্প্রতি বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর সেকারণেই মোটা মাইনের চাকরি খোয়াতে হয়েছে।
আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের হেড কোচের পদে তিনি সুখের চাকরি করছিলেন। কিন্তু, সম্প্রতি লিঙ্কডিন অ্যাপে নতুন কোনও কোচের চাকরির জন্য খোঁজখবর শুরু করেছে। আর এই পোস্ট দেখার পর স্বাভাবিকভাবে তাজ্জব হয়ে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ল মোট ৫৫ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেন স্টুয়ার্ট ল। ২০১২ সালে তাঁর কোচিংয়েই এশিয়া কাপ খেলতে নেমেছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টে টাইগাররা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন। ফাইনালে উঠলেও শেষপর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে তারা ২ রানে হেরে যায়। যাইহোক, ৯ মাস পর পারিবারিক সমস্যার কারণে তিনি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।
বাংলাদেশ ছাড়াও তিনি শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলকে কোচিং করিয়েছেন তিনি। ল'র কোচিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও বেশ ভালই পারফরম্যান্স করছিল। কিন্তু, দলের বেশ কয়েকজন ক্রিকেটার সম্প্রতি লিখিত অভিযোগ জানিয়েছিলেন যে 'হেডস্যার' নাকি ইচ্ছাকৃতভাবে দলের মধ্যে বৈষম্য আনার চেষ্টা করছেন। ক্রিকেটাদের মধ্যে সম্পর্কেও ভাঙন ধরাচ্ছেন। নেদারল্যান্ডস সফরে এই বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। এরপরই স্টুয়ার্টকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
এই অবস্থায় 'বেকার' হয়েই আপাতত ঘুরে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ব্যাটার। লিঙ্কডিনের ওই পোস্টে তিনি লিখেছেন, 'আমি ক্রিকেট কোচ হিসেবে নতুন চাকরি খুঁজছি। এই পরিস্থিতিতে আপনারা যদি সাহায্য়ের হাত বাড়িয়ে দেন, তাহলে আমি যারপরনাই খুশি হব।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আপনাদের কাছে যদি কোনও সুযোগ থাকে, তাহলে আমাকে মেসেজ করে কিংবা এই পোস্টে কমেন্ট করে জানাতে পারে। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।' এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।