শেষ আপডেট: 3rd September 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে কার্যত ইতিহাস কায়েম করল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করল টাইগারবাহিনী। এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করেছিল। আর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে তারা পাকিস্তানকে হারিয়ে দেয়। এই জয়ের পর গোটা বাংলাদেশ জুড়ে উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে।
দ্বিতীয় টেস্ট ম্য়াচে বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট শিকার করেন মেহদি হাসান মিরাজ। তিনি একাই কার্যত পাকিস্তান ব্যাটারদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৮ রানে এগিয়ে ছিল। কিন্তু, সেই অ্যাডভান্টেজ তারা কাজে লাগাতে পারল না। ১৭২ রানে তারা মুখ থুবড়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। পাশাপাশি নাহিদ রানা চার উইকেট তুলে নেন।
এরপর বাংলাদেশের সামনে কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। নাজমূল হাসান শান্তর দল ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠে। জাকিক (৪০), শাদমান (২৪), শান্ত (৩৮), মোমিনূল (৩৪) নিজেদের সাধ্যমতো স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। শেষপর্যন্ত অপরাজিত থাকেন দলের দুই সবথেকে অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান (২১) এবং মুশফিকুর রহিম (২২)। ঠাণ্ডা মাথায় তাঁরা ম্যাচটা বের করে আনেন।
এই সিরিজটা বাংলাদেশ যে কিছুটা আন্ডারডগ হয়েই শুরু করেছিল, তা নির্দ্বিধায় বলা যেতে পারে। সিরিজের জোড়া ম্যাচই লাহোরে আয়োজন করা হয়েছিল। এবার বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে আসবে। তবে তার আগে এই জয় বাংলাদেশকে যে অনেকটাই অক্সিজেন দেবে, তা বলা যেতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম ম্য়াচের আয়োজন করা হবে। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাশাপাশি এই দুই দলের মধ্যে তিন ম্যাচের (৭ অক্টোবর, ১০ অক্টোবর এবং ১৩ অক্টোবর) টি-২০ সিরিজও আয়োজন করা হবে।