শেষ আপডেট: 13th October 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আর কোনও অপমানই যেন অবশিষ্ট রইল না। টেস্ট সিরিজের পর এবার তারা টি-২০ সিরিজেও টিম ইন্ডিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। দলের এমন জঘন্য পারফরম্য়ান্সের পর কী বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? আসুন, সেটাই দেখে নেওয়া যাক।
প্রথমেই নিজেদের ভুল স্বীকার করে শান্ত বললেন, 'আমরা সেরা ক্রিকেটটা উপহার দিতে পারিনি। দলের ব্যাটাররা একেবারই পরিকল্পনামাফিক পারফরম্য়ান্স করতে পারেনি। কিছু ম্যাচে কয়েকটা ওভার হয়ত আমরা ভাল বোলিং করেছিলাম। কিন্তু, আজ সেটুকুও পারলাম না।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'তবে আমাদের আত্মবিশ্বাস হারালে চলবে না। মনের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে যে আমরা বিশ্বের যে কোনও দলকে হারাতে পারি। বাংলাদেশের উইকেটের চরিত্র বদলাতে হবে। আরও বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে।'
শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল বাংলাদেশ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৩ রানে জয়লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সঞ্জু স্যামসন দুর্দান্ত শতরান (১১১ রান) করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ক্যাপ্টেন সূর্যকুমার (৭৫ রান)। ২০ ওভারে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ একেবারে নজর কাড়তে পারেনি। দলের রথী-মহারথীরা এই প্রবল রানের চাপ সামলাতে পারলেন না। তবে মন্দের ভাল ব্যাটিং করলেন তৌহিদ হৃদয়। ৪২ বলে ৬৩ রান করে তিনি অপরাজিত থাকেন।
তৌহিদের প্রশংসা করে শান্ত বললেন, 'আজ হৃদয় যেভাবে ব্যাট করেছে, তা অবশ্যই মনে রাখার মতো। বাংলাদেশের পেস বোলাররা তাও খানিকটা পরিকল্পনামাফিক বল করছিলেন। কিন্তু, ব্যাটারদের আরও উন্নতি দরকার।'