শেষ আপডেট: 10th October 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে একটাই টি-২০ ম্যাচে জিততে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেটাও আবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ২০১৯ সালে। সেই পুরনো স্মৃতিকেই আঁকড়ে ধরে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা মহাষষ্ঠীর সন্ধ্যায় দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখতে বসেছিলেন।
কিন্তু এই ম্যাচে যে এমন ভরাডুবি হবে, সেটা কেউ কল্পনা করতে পারেননি। ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজে আগেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টি-২০ সিরিজেও একই ভূত তাড়া করছে। ০-২ ব্যবধানে পিছিয়ে এমনিতেই সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি আবারও হোয়াইটওয়াশ হতে হয়, তাহলে আর কোনও মানসম্মান অবশিষ্ট থাকবে না।
কী কারণে দ্বিতীয় টি-২০ ম্য়াচে হারল বাংলাদেশ ক্রিকেট দল? ম্যাচের শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, 'আমরা আবারও একই ভুল করলাম। একটা দলের থেকে এমন ফলাফল একেবারে প্রত্যাশিত ছিল না।'
অনেকেই বলতে শুরু করেছেন যে টস জিতে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিত, তাহলে বোধহয় ম্যাচের ছবিটা আলাদা হত। এই প্রসঙ্গে শান্ত বললেন, 'প্রথমে বল করার সিদ্ধান্তটা একেবারে সঠিক ছিল। প্রথম ৬-৭ ওভার আমরা যথেষ্ট ভাল বল করেছি। কিন্তু, পরেরদিকে আর পরিকল্পনামাফিক খেলতে পারিনি।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'প্রাথমিক ধাক্কা দেওয়ার পর আমাদের আরও ১-২ উইকেট দরকার ছিল। কিন্তু, সেটা আমরা নিতে পারিনি। পাশাপাশি দলের ব্যাটারদের আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করতে হবে। উইকেটে আরও বেশিক্ষণ টিকে থাকতে হবে।'
সিরিজের শেষ ম্য়াচটি আগামী ১২ অক্টোবর আয়োজন করা হবে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল জেতার আপ্রাণ চেষ্টা করবে। নাহলে, দেশে ফেরার পর আর মুখ লুকোনোর জায়গা থাকবে না।