শেষ আপডেট: 12th September 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঘোষিত এই স্কোয়াডে তরুণ জাকের আলি অনীককে সুযোগ দেওয়া হয়েছে।
পাশাপাশি এই স্কোয়াডে বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলামকে দেখতে পাওয়া যায়নি। কয়েকদিন আগেই শরিফুল বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের দিকে গোটা বাংলাদেশ ক্রিকেট দল তাকিয়ে রয়েছে। পাকিস্তানের পর টাইগারবাহিনী যদি ভারতকেও হারাতে পারে, তাহলে ক্রিকেট বিশ্বে তাঁদের সম্মান অনেকটা বেড়ে যাবে। কিন্তু, চোটের কারণে শেষ পর্যন্ত তাঁকেই এই স্কোয়াডে রাখা হল না। বাংলাদেশের এই দলকে নেতৃত্ব দেবেন নাজমূল হোসেন শান্ত।
নাজমূল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, হাসান মেহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনীক।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট দলের আত্মবিশ্বাস আপাতত যথেষ্ট বেশি রয়েছে। সম্প্রতি পাকিস্তানকে তারা ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। দুটো ম্যাচই লাহোরে আয়োজন করা হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট দলও কিন্তু, ছেড়ে দেওয়ার পাত্র নয়। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টাইগারদের মোকাবিলা করতে যে একেবারে প্রস্তুত, তা বলার অপেক্ষা রাখে না।