শেষ আপডেট: 24th March 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বল বাকি থাকতে জয়। তাও চার উইকেটে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়লাভ সবদিক দিয়ে নিশ্ছিদ্র, নিষ্কণ্টক বলেই মনে হচ্ছিল।
কিন্তু সেটা গতকাল পর্যন্ত৷ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ক্লিপিং। যার সুবাদে উস্কে উঠেছে বিতর্ক৷ ঘনিয়েছে প্রশ্ন। ম্যাচ চলাকালীন দেখা যায় সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও খলিল আহমেদ নিজেদের মধ্যে কিছু একটা আদানপ্রদান করছেন। এই সূত্রে ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশের দাবি, চেন্নাইয়ের দুই ক্রিকেটার ম্যাচ চলাকালীন বল বিকৃতিতে লিপ্ত হন।
উল্লেখ্য, গতকাল একতরফা ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয় চেন্নাই। আইপিএলের শুভারম্ভে এমন একপেশে জয় সাজানো ছিল এমএস ধোনির তড়িৎগতি স্ট্যাম্পিং, রাচিন রবীন্দ্রর ৬৫ রান ও নুর আহমেদের চার উইকেট দখল করা স্পেলে৷
যদিও জয়ের নেপথ্যে অন্য কিছুর গন্ধ পেয়েছেন একশ্রেণির ক্রিকেটভক্ত৷ সামনে দাঁড় করিয়েছেন ক্লিপিংটিকে। যা শেয়ার করে অনেকেই অভিযোগ তুলেছেন, সিএসকে অধিনায়ক ওই ছোট্ট বস্তুটি পকেটে ভরে আসলে বলের পালিশ ও গড়ন বদলাতে চেয়েছেন৷ এই কাজ অনৈতিক। বল বিকৃতির সুবাদে এর আগে বহু ক্রিকেটার নির্বাসনের মুখে পড়েছেন। স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারির জেরে শাস্তির খাঁড়া নেমে এসেছিল সিএসকের ঘাড়েও৷ যার জেরে চেন্নাইকে দু’বছরের জন্য ব্যান করা হয়।
এই ইস্যুটিকে সামনে টেনে অভিযোগ সত্যি হলে ক্রিকেটভক্তেরা ফের একবার সিএসকে-কে নির্বাসনে পাঠানোর আর্জি জানিয়েছেন৷ এক্স-হ্যান্ডেলে একজন বিসিসিআই, জয় শাহ ও আইপিএল-কে ট্যাগ করে লেখেন, ‘এই টিমকে ফের একবার নির্বাসিত করুন। অধিনায়ক ঋতুরাজকেও ক্রিকেট থেকে চিরতরে ব্যান করা উচিত৷ দয়া করে ভদ্রলোকের খেলার স্বচ্ছতা রক্ষা করা হোক।’
আরেকজন মন্তব্য করেন, ‘দু’বছরের জন্য নির্বাসন৷ ফিরে এসে সিএসকে আবার অনৈতিক কাজে লিপ্ত হয়েছে৷ ওরা এবার বল বিকৃত করছে।’
দেখে নিন এমনই কিছু প্রতিক্রিয়া:
Ball tampering now? ????
— Ayush (@itsayushyar) March 24, 2025
-Home matche knowing MI’s captain won’t be available.
-Uncapped player rule.
-2nd ball in 2nd innings so spinners can grip better.
-Everything seems well planned. ????
Ban this shameless franchise for 2 more years!" https://t.co/XKn8DI0m3q
Clear ball tampering @BCCI @IPL @JayShah
— Chai (@ABD_is_God) March 24, 2025
Plz ban this team again nd ban their captain Ruturaj gayakwad permanently from playing cricket nd save this gentleman's game#CSKvMIpic.twitter.com/2dsQmGe4V2
Suspended for 2 years, CSK is back with in doing illegal stuff. They are now tempering ball. pic.twitter.com/vGEmNUHEiq
— Facts (@BefittingFacts) March 24, 2025