শেষ আপডেট: 2nd October 2024 13:49
দ্য ওয়াল ব্যুরো: এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম। ইতিপূর্বে তিনি ওয়ানডে এবং টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। সেইসময় পাকিস্তান ক্রিকেট সমর্থকরা 'জোর কা ঝটকা' খেয়েছিলেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্সের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। কিন্তু, ২০২৪ টি-২০ বিশ্বকাপের ঠিক আগেই তাঁর কাঁধে ফের অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়। তবে পাকিস্তানের এক সাংবাদিক হালে এমন একটি মন্তব্য করেছেন, যা নিয়ে ইতিমধ্যে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তাঁর দাবি, ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলির জন্যই বাবর আজমকে অধিনায়কত্ব ছাড়তে হয়েছে।
জিও নিউজের সাংবাদিক আরফা ফিরোজ জ্যাক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখিয়েছেন, বাবর আজমের এক কাছের বন্ধু তাঁকে বিরাট কোহলির উদাহরণ দেন। পাশাপাশি একথাও বলা যেতে পারে যে বিরাট কোহলির দেখানো পথে হেঁটেই বাবর আজম পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন।
Dear Fans,
— Babar Azam (@babarazam258) October 1, 2024
I'm sharing some news with you today. I have decided to resign as captain of the Pakistan men's cricket team, effective as of my notification to the PCB and Team Management last month.
It's been an honour to lead this team, but it's time for me to step down and focus…
বিরাট কোহলির মতো বাবর আজমও ব্যক্তিগত পারফরম্যান্সের উপর বেশি করে জোর দিতে চান। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন।
???? INSIDE NEWS - Close friends of Babar Azam gave him example of Virat Kohli and in other words you can say Babar has resigned from captaincy following the footsteps of Kohli. Babar wants to focus on individual performance just like Kohli. #BabarAzam???? 7/n
— Arfa Feroz Zake (@ArfaSays_) October 1, 2024
এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট সমর্থকরা বাবর আজমকে নিয়ে হাসি-ঠাট্টা করতে শুরু করে দেন। ইতিমধ্যে পাকিস্তানের একজন সমর্থক কটাক্ষ করেছেন, 'এখানেও তাহলে বিরাট কোহলির ছাপ রয়েছে। নিজের সিদ্ধান্ত অনুসারে তো কিছু করো।'
Matlab idhar bhi Kohli! Khud kuchh apne aap nahi kar sakta? ????????
— Siddharth Chhaya - સિદ્ધાર્થ છાયા ???????? (@siddtalks) October 2, 2024
সম্প্রতি বাবর আজমের ক্রিকেট কেরিয়ার একেবারে ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। ২০২৪ টি-২০ বিশ্বকাপে তিনি একেবারে জঘন্য ব্যাটিং পারফরম্য়ান্স করেন। এই টুর্নামেন্টে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল আমেরিকার মতো দুর্বল দলের কাছেও পরাস্ত হয়েছে। সেই সময় বাবরের অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এই সিরিজে বাবরের ব্যাট থেকেও একটা অন্তত হাফসেঞ্চুরিও দেখতে পাওয়া যায়নি। এরপর থেকেই বাবর ক্রমাগত সমালোচনার মুখে পড়ছিলেন।