শেষ আপডেট: 28th October 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: আগামী আইপিএল মরশুমে কোন ক্রিকেটার কোন দলের হয়ে খেলবেন, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। আগামী মাসেই ২০২৫ আইপিএল মরশুমের মেগা নিলামের আয়োজন করা হচ্ছে। ইতিপূর্বে, আগামী ৩১ অক্টোবর নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করবে।
তবে এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী ৩১ তারিখ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নাকি ছেড়ে দেওয়া হতে পারে। এবার আরও একটি খবর হাওয়ায় ভাসতে শুরু করেছে। দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নাকি রিলিজ করে দেওয়া হতে পারে। কেকেআর ব্রিগেড নাকি মাত্র চারজন ক্রিকেটারকেই রিলিজ করতে পারে। এরমধ্যে দুজনের জন্য আবার 'রাইট টু ম্যাচ' কার্ডও ব্যবহার করা হতে পারে।
রেভস্পোর্টসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নাকি চারজন ক্রিকেটারকে রিটেন করতে পারেন। এই তালিকায় নাম রয়েছে গত মরশুমের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রিঙ্কু সিং। তবে শ্রেয়স আইয়ারকে নিয়ে ইতিমধ্যেই একটি সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সবথেকে বড় সিদ্ধান্ত আন্দ্রে রাসেলকে নিয়েই গ্রহণ করা হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, তাঁকে রিটেন নাও করা হতে পারে।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, একটা জায়গাতেই রাসেলকে নিয়ে চুক্তি আটকে রয়েছে। আর সেটা হল যে কত টাকা স্যালারিতে তাঁকে রিটেন করা হবে। কম টাকায় রাসেল যে মানতে চাইবেন না, তা স্পষ্ট। সেকারণেই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানেও রিটেন করার কোনও ইচ্ছে প্রকাশ করছে না। যদি কলকাতা নাইট রাইডার্সে রাসেলকে থাকতেই হয়, তাহলে কম স্যালারিতে তাঁকে রিটেন করা হবে।
আর এখানেই রাসেলের চুক্তি নিয়ে একটা জট তৈরি হচ্ছে। এবার কেকেআর মালিক এবং টিম ম্য়ানেজমেন্ট রাসেলকে আদৌ বুঝিয়ে-সুঝিয়ে রাজি করাতে পারে কি না, সেদিকেই সকলের নজর থাকবে। ২০১৪ সাল থেকে আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন। দলকে ২ বার চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও গ্রহণ করেছেন তিনি। গত মেগা অকশনে তাঁকে ১২ কোটি টাকায় রিটেন করা হয়েছিল।