শেষ আপডেট: 24th September 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে ভারত সফরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত দুটো দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই দুটো দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। যদিও এই ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। কারণটা কী, আসুন জেনে নেওয়া যাক।
কয়েকদিন আগে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী জনগণের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছিল। এরপর ভারতের বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ২৭ সেপ্টেম্বর আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা ঝামেলা করতে শুরু করেন।
স্টেডিয়ামের ১০ বি গেটের সামনে রাস্তা দখল করে হোমযজ্ঞও করা হয়। সেকারণে শহরের যান চলাচল কিছুটা হলেও বিপর্যস্ত হয়ে পড়ে। এই ঘটনায় হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দাখিল করা হয়। কানপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক হরিশ চন্দর পর্যাপ্ত পুলিশবাহিনী মোতায়েন করেছেন।
কানপুর ছাড়া গ্বালিয়রেও হিন্দু মহাসভার সদস্যেরা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন। এই টেস্ট সিরিজের পর ভারত এবং বাংলাদেশ তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে। আগামী ৬ অক্টোবর গ্বালিয়রে একটি টি-২০ ম্যাচের আয়োজন করা হবে। হিন্দু মহাসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচেও বিক্ষোভ প্রদর্শন করা হবে। এমনকী, আগামী ৬ অক্টোবর তাঁরা গ্বালিয়র ধর্মঘটের ডাকও দিয়েছেন। যদিও আশ্বাস দেওয়া হয়েছে, অত্যাবশ্যক পরিষেবা চালু রাখা হবে।
প্রসঙ্গত, টি-২০ সিরিজের জন্য বিসিসিআই এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট স্কোয়াডের ঘোষণা করেনি। তবে টিম ইন্ডিয়া সূর্যকুমার যাদবের নেতৃত্বে আগামী সিরিজ খেলতে নামবে।