শেষ আপডেট: 6th December 2024 08:40
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে অজিঙ্কা রাহানে প্রাথমিকভাবে আনসোল্ড থাকলেও, অন্তিম রাউন্ডে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে নাইট ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্তে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভ্রু কুঁচকেছিলেন। অবশেষে সমালোচকদের যোগ্য জবাব দিলেন অজিঙ্কা। বুঝিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়ে কোনও ভুল করেনি।
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে অজিঙ্কা রাহানে ধামাকাদার পারফরম্য়ান্স করলেন। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র পাঁচ রানের জন্য শতরান মিস করেন তিনি। কিন্তু, তাঁর ব্যাটিংয়ের দৌলতেই মুম্বই ২৩০ রানের টার্গেট তাড়া করতে পারে।
রাহানের এই ব্যাটিং আতশবাজিতে মোট ৯ চার এবং ৪ আকাশছোঁয়া ছক্কা ছিল। ইতিমধ্যে নাইট সমর্থকরা তাঁর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হয়েছেন।
২৩০ রানের টার্গেট মাথায় নিয়ে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে এবং পৃথ্বী শ। শুরুটা তাঁরা বেশ ভালোই করেছিলেন। প্রথম উইকেটে ৫১ রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল। পৃথ্বী এই ম্য়াচে মাত্র ১৫ বলে ৩৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন।
পৃথ্বী প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর রাহানের সঙ্গে জুটি বাঁধেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রসঙ্গত, শ্রেয়সের নেতৃত্বেই কেকেআর এই বছর আইপিএল খেতাব জয় করেছে।
যাইহোক, শ্রেয়স এই ম্য়াচে ১১ বলে ২৫ রান করেন। ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব। তিনি মাত্র ৪ রান করেছেন। রাহানে একটা দিক ধরে রেখেছিলেন। বিপক্ষ বোলারদের তিনি কার্যত কচুকাটা করলেন। মাত্র ২৩ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি করে ফেলেন।
পঞ্চাশ করার পর রাহানে ব্যাটিং তাণ্ডব শুরু করে দেন। ১৭৫ স্ট্রাইক রেটে তিনি ৫৪ বলে ৯৫ রান করেন। শেষপর্যন্ত মুম্বই এই ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে এবং কোয়ার্টার ফাইনালের টিকিটও তারা কনফার্ম করে ফেলেছে।