শেষ আপডেট: 13th December 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেট মাঠে একটা কথা বেশ প্রচলিত। একজন তারকা ক্রিকেটারের পরিচয় বড় ম্যাচেই পাওয়া যায়। আর এই কথাটাই ধারাবাহিকভাবে প্রমাণ করে যাচ্ছেন অজিঙ্কা রাহানে। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের সেমিফাইনালে আরও একবার তাঁর ব্যাট থেকে একটি বিধ্বংসী ইনিংস দেখতে পাওয়া গেল। রাহানের এই দুর্দান্ত ইনিংসের দৌলতেই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় মুম্বই ক্রিকেট দল। সেমিফাইনাল ম্যাচে বরোদার বিরুদ্ধে অজিঙ্কা রাহানের ব্যাট কার্যত গর্জন করে উঠল। তিনি মাত্র ৫৬ বলে ৯৮ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিলেন। রাহানে ছাড়া অধিনায়ক শ্রেয়স আইয়ারও ৪৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন।
১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা একেবারেই ভাল হয়নি। পৃথ্বী শ ৯ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বাঁধেন অজিঙ্কা রাহানে। রাহানের বিধ্বংসী ব্যাটিংয়ে শুরু থেকেই চোখে সর্ষেফুল দেখতে শুরু করে বরোদা। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। অর্ধশতরান করার পরই রাহানে তাঁর বিধ্বংসী রূপ ধারণ করলেন। বরোদার প্রত্যেক বোলারের ক্লাস নিলেন তিনি। মাত্র ৫৬ বলে তিনি ৯৮ রান করেন। যদিও রাহানে অল্পের জন্য আরও একবার নিজের সেঞ্চুরি হাতছাড়া করলেন। তাঁর এই ইনিংসে ১১ বাউন্ডারি এবং পাঁচটি আকাশছোঁয়া ছক্কা রয়েছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও রাহানে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ৮৪ রান করে দলের জয়ের রাস্তা আরও চওড়া করেন।
বরোদার বিরুদ্ধে আয়োজিত এই সেমিফাইনাল ম্যাচে মুম্বই সহজ জয় হাসিল করে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বরোদা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিল। শিবালিক শর্মা ২৪ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, ক্রুনাল পান্ডিয়াও ৩০ রান করেন। ব্যাট হাতে হার্দিক একেবারে নজর কাড়তে পারেননি। মাত্র ৫ রান করেই তিনি আউট হয়ে যান। মুম্বইয়ের হয়ে রাহানে এবং শ্রেয়সের বিধ্বংসী ব্যাটিং ৬ উইকেটে জিততে সাহায্য করে। যদিও ব্যাট হাতে ফ্লপ হলেন সূর্যকুমার যাদব এবং পৃথ্বী শ।