শেষ আপডেট: 9th November 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের (৮ নভেম্বর) রাতটা ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনের কাছে স্বপ্নের রাত ছিল। তাঁর ব্যাটে ভর করেই টিম ইন্ডিয়া ডারবানে আয়োজিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ৬১ রানে জয়লাভ করে। পাশাপাশি চার ম্য়াচের সিরিজেও ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।
এই ম্য়াচে দুর্দান্ত একটি শতরান করলেন স্যামসন। মাত্র ৫০ বলে তিনি ১০৭ রানের একটি ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন। সেই সুবাদে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান করে। এরপর এই টুর্নামেন্টের আয়োজক দেশ মাত্র ১৪১ রানেই বান্ডিল হয়ে যায়। প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে সঞ্জুই প্রথম ভারতীয় ব্যাটার যিনি পরপর দুটো ম্য়াচে শতরান করলেন। এর আগেরটা তিনি হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন।
ম্যাচের শেষে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক এইডেন মারক্রাম টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার ব্যাটারের প্রশংসায় কোনও খামতি রাখলেন না।
মারক্রাম বললেন, 'আমরা আরও ভাল শুরু করতে চেয়েছিলাম। কিন্তু, এখানেই আমরা পিছিয়ে পড়ি। এই ম্য়াচে সঞ্জু অসম্ভব ভাল একটা ইনিংস খেলেছে। ওর জন্য আমাদের বোলাররা সবসময় চাপে ছিল। ওর বিরুদ্ধে আমাদের কোনও পরিকল্পনাই কাজে আসেনি। আশা করছি পরের ম্য়াচে আরও ভাল পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারব।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একবার সঞ্জুর ব্যাট যখন চলতে শুরু করল, তারপর ওকে থামানোই আমাদের কাছে অসাধ্য হয়ে গিয়েছিল। এইসময় নতিস্বীকার করা ছাড়া আমাদের কাছে আর কোনও রাস্তাই খোলা ছিল না।'
প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর গ্রহণ করার পর ভারতীয় টপ অর্ডারের দুটো জায়গা ফাঁকা হয়েছিল। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করেন সঞ্জু স্যামসন। ২০ ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী রবিবার অর্থাৎ ১০ নভেম্বর আয়োজন করা হবে। সেই ম্য়াচেও টিম ইন্ডিয়া এই জয়ের ব্যবধান বাড়াতে পারেন কি না, সেটাই এখন দেখার।