শেষ আপডেট: 20th October 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে লড়াইয়ে ফিরিয়ে ছিলেন সরফরাজ খান ও ঋষভ পন্থ। তবু শেষ রক্ষা হল না। ৩৬ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে পরাজিত হল ভারত।
প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছিল রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। কিন্তু কোথায় কি! বেঙ্গালুরু টেস্ট ম্যাচ জিততে কিউইদের দরকার ছিল ১০৭ রান। মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১১০ রান তুলে নিলেন কিউইরা। অর্থাৎ ৮ উইকেটে ভারতের ঘরের মাঠে ৩৬ বছর পর জিতল নিউজিল্যান্ড।
সেই সঙ্গে বিফলে গেল সরফরাজের দেড়শো এবং ঋষভ পন্থর ৯৯ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রান করেন এই দুই ব্যাটার। তবে বাকিরা তেমন বড় রান করতে পারেননি। ফলে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানে থেমে যায় ভারতের ব্যাটিং।
স্কোর বোর্ড জানান দিচ্ছিল, ভারত এগিয়ে মাত্র ১০৬ রানে। বেঙ্গালুরু টেস্ট ম্যাচ জিততে কিউইদের দরকার ১০৭ রান।
শুরুতেই অবশ্য নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামকে শূন্য রানে আউট করে খেলাকে কিছুটা নিজেদের দিকে টানার বার্তা দিয়েছিলেন যশপ্রীত বুমরা। তবে সময় যত গড়িয়েছে রোহিতদের হাত থেকে ম্যাচ ততই আলগা হয়েছে।
ডেভন কনওয়ের সঙ্গে তিন নম্বরে নামা উইল ইয়ং যোগ্য সঙ্গত দেন। ১৩ তম ওভারে ১৭ রানে ফিরে যান টম লাথামের অপর সঙ্গী ওপেনার কনওয়ে। চার নম্বরে খেলতে নেমে শুরু থেকেই সাবলীল ছিলেন রাচিন রবীন্দ্র। ইয়ং ৪৮ এবং রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে আসেন।
ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামের ২২ গজে লজ্জার হারের সাক্ষী থাকতে হল ভারতকে। ভারতের তরফে বুমরা বাদে কোনও বোলার দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। ২৯ রানের বিনিময়ে ২টি উইকেন নেন বুমরা। তবে নিউজিল্যান্ডদের ব্যাটারদের স্পিনে দুর্বলতা থাকা সত্ত্বেও প্রথম ১৮ ওভার পর্যন্ত দলের দুই প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবকে কেন আক্রমণে আনা হল না, সেই প্রশ্ন উঠছে।
নিট ফল, তিন টেস্টের প্রথম টেস্টেই লজ্জার হার ভারতের। এখন দেখার বাকি ২টি টেস্টে রোহিতরা লড়াইয়ে ফিরতে পারেন কি না।