শেষ আপডেট: 10th November 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো: আর কতদিন সুযোগ দেওয়া হবে ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে। আর কবেই বা তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে বড় রানে ফিরতে পারবেন? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচেও তিনি দুই অঙ্কের রান করতে পারলেন না।
২০২৪ টি-২০ বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। সেই জায়গায় সুযোগ দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে। হায়দরাবাদ এবং ডারবানে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে স্যামসন ইতিমধ্যে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। কিন্তু, অভিষেকের ভবিষ্যত নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
আইপিএল টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন অভিষেক। সেই পারফরম্য়ান্সের কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দিয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় ম্য়াচেই তিনি দুর্দান্ত শতরান করেছিলেন। কিন্তু, তারপর থেকেই তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় টি-২০ ম্য়াচটি সেন্ট জর্জ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচেও টস জিতেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কত দ্রুত রান তুলতে পারে, সেটাই আপাতত দেখার।