শেষ আপডেট: 13th January 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো : ইন্ডিগো এয়ারলাইন্সের দুর্ব্যবহারে ক্ষোভে ফেটে পড়লেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার অভিষেক শর্মা। সোমবার (১৩ জানুয়ারি) দিল্লি বিমানবন্দরে চূড়ান্ত হেনস্থার মুখে তাঁকে পড়তে হয়েছে। এই ঘটনার পর অভিষেক আর নিজেকে শান্ত রাখতে পারেননি। ভেঙে পড়েন চরম হতাশায়। জানিয়ে দেন, একটা ছুটির দিন পুরোটাই নষ্ট হয়ে গেল। জানা গিয়েছে, অভিষেক বিমানবন্দরে নির্দিষ্ট সময় এলেও ফ্লাইট মিস করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলে শীঘ্রই যোগ দেবেন অভিষেক। আগামী ২২ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হবে।
যাইহোক এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা-চওড়া পোস্ট করেছেন অভিষেক। সেখানে দাবি করেছেন, বিনা কারণে তাঁকে বিভিন্ন কাউন্টারে ঘোরানো হয়েছে। আর সেকারণেই বিমান ধরতে পারেননি তিনি। এমনকী, তিনি একজন বিমানকর্মীর নামও উল্লেখ করেছেন এবং তাঁর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক শর্মা লিখেছেন, 'দিল্লি এয়ারপোর্টে ইন্ডিগোর বিমান ধরতে গিয়ে আমাকে চরম হেনস্থার মুখে পড়তে হল। এই বিমান সংস্থার কর্মীরা আমার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন। এক্ষেত্রে আমি আলাদা করে কাউন্টার ম্যানেজার সুস্মিতা মিত্তলের নাম উল্লেখ করব। ওঁর ব্যবহার একেবারে গ্রহণযোগ্য ছিল না।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি সঠিক সময়েই নির্দিষ্ট কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছিলাম। কিন্তু, ওঁরা আমাকে ইচ্ছাকৃতভাবে অন্য একটি কাউন্টারে পাঠিয়ে দেয়। বেশ খানিকক্ষণ পরে আমাকে জানানো হয় যে চেক-ইন প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। আর সেকারণেই আমি ফ্লাইট মিস করেছি। আমি এক দিনের জন্যই ছুটি পেয়েছিলাম। কিন্তু, সেটা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেল। তার থেকেও বড় কথা, ওঁরা আমাকে আর কোনও সাহায্য করতেই চাইছেন না। এটাই আমার জীবনের সবথেকে খারাপ বিমান ভ্রমণের অভিজ্ঞতা। এত খারাপ স্টাফ ম্যানেজমেন্ট আমি আগে কখনও দেখিনি।'
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত আসন্ন টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে অভিষেক শর্মাকে। বিজয় হাজারে ট্রফিতে তিনি পঞ্জাবের হয়ে খেলেছেন। গত ১১ জানুয়ারি তিনি পঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন। যদিও মহারাষ্ট্রের কাছে তাঁরা হেরে যান এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।
ইতিমধ্যে অভিষেক তাঁর পরিবারের সঙ্গে একটা ছোটখাট হলিডে প্ল্যান করেছিলেন। কথা ছিল, ছুটি কাটিয়ে আসার পরই তিনি কলকাতায় টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন। এখানেই আগামী ২২ তারিখ প্রথম টি-২০ ম্যাচ আয়োজন করা হবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।