শেষ আপডেট: 13th November 2024 21:41
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্য়াচ ইতিমধ্যেই জমে উঠেছে। গত ২ ম্য়াচে অভিষেক শর্মা বড় রান করতে পারেননি। প্রথম ম্য়াচে তিনি ৭ রান করেছিলেন। আর দ্বিতীয় ম্য়াচে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই পরিস্থিতিতে অনেকেই তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিল। তবে বুধবার (১৩ নভেম্বর) তিনি সেঞ্চুরিয়নে ধামাকাদার পারফরম্য়ান্স করলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে অভিষেকের ব্যাট থেকে একটি চোখ ধাঁধানো হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল। মাত্র ২৫ বলে তিনি ৫০ রান করলেন। আর ২০০-র স্ট্রাইক রেটে ব্যাট করেন। তাঁর এই ইনিংসটা তিনটে বাউন্ডারি এবং পাঁচটা ছক্কা দিয়ে সাজানো ছিল। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে তিনি কেশব মহারাজের বলে মারতে গিয়ে স্টাম্প আউট হয়ে যান। তবে দলের কঠিন সময়ে অভিষেক যে ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়ে গেলেন, তা অনেকদিন মনে থাকবে।
এই ম্য়াচে টিম ইন্ডিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা ভারতের অবশ্য খুব একটা ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু স্যামসন। এই নিয়ে পরপর ২ ম্য়াচে তিনি রানের খাতা খুলতে পারলেন না। এরপর তিলক বর্মার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান অভিষেক। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৯ বলে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে।
ইতিমধ্যে তিলকের ব্যাট থেকেও একটা দুর্দান্ত অর্ধশতরান দেখতে পাওয়া গেল। মাত্র ৩২ বলে তিনি ৫০ রান করেছেন। তিনি অবশ্য তিনটে করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। তবে এই ম্য়াচে হার্দিক পান্ডিয়া (১৮) এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের (১) ব্যাটিং পারফরম্য়ান্স আতস কাঁচের নীচে এসেছে। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে ১৩২ রান করেছে।