আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
শেষ আপডেট: 17th February 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: আট বছর বাদে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার পাকিস্তানের মাটিতে। কাকতালীয়ভাবে, শেষবার, ২০১৭ সালে এই খেতাব হাতে তুলেছিল পাকিস্তানই। নবতম নবম সংস্করণের বিজয়ী কোন দল হয়, ক্রিকেট সমর্থকেরা এবার সেদিকেই তাকিয়ে।
ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করায় এ বছর হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যার অর্থ বাকি সমস্ত ম্যাচ লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচির তিন স্টেডিয়ামে হলেও ভারতের সমস্ত খেলা দুবাইয়ের ময়দানে অনুষ্ঠিত হবে। এমনকী ভারত ফাইনালে উঠলে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন, লাহোরের পরিবর্তে ম্যাচ চলে আসবে দুবাইয়ে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। খেলা করাচির ন্যাশনাল স্টেডিয়ামে, ১৯ ফেব্রুয়ারি। ভারত নামবে তার পরের দিন। বিপক্ষ বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ। বসবে দুবাইয়ের মাঠে।
দুটি সেমি ফাইনালের দিন ঠিক হয়েছে ৪ মার্চ (দুবাই) ও ৫ মার্চ (লাহোর)। ফাইনাল বসবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে, ৯ মার্চ। কিন্তু ভারত যদি ওঠে তাহলে ভেন্যু সরে আসবে দুবাইয়ে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড এরকম: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
পরিবর্ত ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তবে যদি না দরকার পড়ে, তাহলে এই তিন ক্রিকেটার দুবাই যাবেন না।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি :
১৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি
২০ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম ভারত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
২১ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি
২২ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৩ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম ভারত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
২৪ ফেব্রুয়ারি - বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ইংল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি
২ মার্চ – নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
নক আউট পর্বের ম্য়াচ :
৪ মার্চ - প্রথম সেমিফাইনাল ম্যাচ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
৫ মার্চ - দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৯ মার্চ - ফাইনাল, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
(প্রতিটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে শুরু হবে।)