শেষ আপডেট: 18th November 2023 22:18
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান কি এবার রাজনীতির ময়দানে পুরোপুরি নামতে চলেছেন? বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শাসক দল আওয়ামী লিগের হয়ে ভোটে লড়াইয়ের জন্য তিনটি আসনের ফর্ম তুলেছেন।
শনিবার থেকেই শাসক দল আওয়ামী লিগ ফর্ম বিক্রি শুরু করেছে। এটি অবশ্যই দলীয় মনোনয়নপত্র। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকায় দলীয় দপ্তরে গিয়ে নিজের জন্য প্রথম ফর্ম কেনেন। আওয়ামী লিগ এবছর দরখাস্তের ফর্মের দাম ধার্য করেছে ৫০ হাজার টাকা। হাসিনা ওই অর্থ দিয়ে তাঁর মনোনয়নপত্র কেনার পর গোটা দেশে দলীয় দপ্তর থেকে তা বিক্রি শুরু হয়। এই মনোনয়ন পত্রগুলি ছাড়াই বাছাই করে দল যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে তিনি সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীপদ পেশ করতে পারবেন।
জানা গিয়েছে, শাকিব এখন বিদেশে আছেন। তাঁর এক প্রতিনিধি ঢাকা এবং আরও দুই কেন্দ্রের জন্য দেড় লক্ষ টাকা দিয়ে তিনটি মনোনয়নপত্র কিনেছেন। এবার আওয়ামী লীগ কর্তৃপক্ষ এই মনোনয়ন পত্রগুলি পর্যালোচনা করে সিদ্ধান্ত করবেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে প্রার্থী করা হবে কিনা।
দুদিন আগে জল্পনা ছিল শাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে নতুন তৈরি একটি দলের প্রার্থী হতে পারেন। বিশ্বকাপ ক্রিকেটে মুখ থুবড়ে পড়ার পর দেশে ফিরে শাকিব বাহিনী প্রবল সমালোচনার মুখে পড়েছিল। এখনও সমালোচনা থামেনি। এরই মধ্যে শাকিবের রাজনীতির ইনিংস শুরুর খবর এল।
এর আগে মাশরাফি মোর্তাজা বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। এবার সেই পথে হাঁটতে চলেছেন সেই দেশের জনপ্রিয় তারকা শাকিবও।