শেষ আপডেট: 6th October 2021 03:12
গোয়ায় ইস্টবেঙ্গলের হোটেলে করোনা বিভ্রাট, ফের কোয়ারেন্টাইনে লাল হলুদ
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে (East Bengal) বিতর্ক যেন কাটতেই চাইছে না। ইতিমধ্যেই আইএসএলের (ISL) লক্ষ্যে গোয়া শিবিরে পৌঁছে গিয়েছেন লাল হলুদের কোচ (Coach) সহ ফুটবলাররা। হোটেলের (Hotel) লনে গা ঘামালেও এখনও মাঠে নেমে প্র্যাকটিস করতে নামেননি স্প্যানিশ কোচের ছেলেরা। এমনিতেই ইস্টবেঙ্গলের দলগঠন দেরিতে শুরু হয়েছে। কারণ ক্লাব প্রশাসন ও ইনভেস্টর শ্রী সিমেন্টের মধ্যে নানা ঝামেলা চলছিল। যদিও গোয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কোচ দিয়াজ দলবল নিয়ে অনেক আগেই ভারতে এসে গিয়েছেন। বিদেশী ফুটবলাররাও এসে গিয়েছেন, দলের সঙ্গে যোগ দিয়েছেন। সমস্যা হয়েছে গত সোমবার দিন। ইস্টবেঙ্গল ফতোরদায় যে হোটেলে রয়েছে, সেই হোটেলে কয়েকজন কর্মী কাজ করতে এসেছিলেন। তাঁরা হোটেলের সংস্কারের কাজ করছিলেন। তাঁদের মধ্যে একজনের করোনা ধরা পড়ে। সেই কারণে হোটেল মালিক ফের লাল হলুদ ফুটবলারদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছেন। আরও পড়ুন: রেলে পদোন্নতি হল রাজস্থানের কৃষক পরিবারের মেয়ে ভাবনার, উচ্ছ্বসিত সোমা এই নিয়ে লাল হলুদ কর্তাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বচসাও হয়েছে। কিন্তু এর আগে চার-পাঁচদিন কোচসহ ফুটবলাররা সকলেই কোয়ারেন্টাইনে ছিলেন। এই সমস্যার জন্যই ফের নতুনভাবে নিভৃতবাস পর্ব শুরু হয়েছে। এই কারণে মাঠে নেমে প্র্যাকটিসের দিন আরও কিছুটা পিছিয়ে গেল। যা পরিস্থিতি, তাতে আইএসএলে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল দলটি ঠিক কেমন হয়েছে, সেই নিয়ে ধোঁয়াশা থাকছেই। এমনকি লাল হলুদের নয়া কোচ ম্যানুয়েল দিয়াজ বিষয়টিকে ভালমতন নেননি। তিনি কর্তাদের কাছে জানতে চেয়েছেন, একবার কোয়ারেন্টাইনের থাকার পরেও কেন সেই পর্ব কাউন্ট হবে। এতে করে দলের ফুটবলারদের আত্মবিশ্বাস তলানিতে চলে যাবে বলে অনেকেই মনে করছেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'