মহম্মদ সামি ও শামা।
শেষ আপডেট: 7th March 2025 08:15
সামিকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মহলিও শামার সুরে বলেন, 'আল্লা কোরানে স্পষ্ট বলেছেন, যদি কেউ ভ্রমণে থাকে বা অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। শামি ট্যুরে রয়েছে, ফলে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। তাঁকে প্রশ্ন করার অধিকার নেই কারও।'
তবে এর আগে মৌলানা শাহাবুদ্দিন রজভি বলেছিলেন, 'ইসলামে রোজা রাখা একটি কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে সে পাপী। মহম্মদ সামি রোজা রাখেননি, এটি পাপ। তিনি অপরাধ করেছেন। ম্যাচের সময় তাঁর জুস খাওয়া ভুল বার্তা দিয়েছে।'
এই প্রথম নয়, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে আগেও বিতর্কে জড়িয়েছেন শামা মহম্মদ। কিছুদিন আগে তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, 'একজন খেলোয়াড় হিসেবে রোহিত খুব মোটা এবং ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাহীন অধিনায়ক।'
তাঁর এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয় এবং কংগ্রেস দল তাঁর বক্তব্য থেকে দূরত্ব তৈরি করে তাঁকে পোস্ট মুছে ফেলার পরামর্শ দেয়। পরে শামা মহম্মদ ব্যাখ্যা দেন, তিনি কারও দেহসৌষ্ঠব নিয়ে কটাক্ষ করেননি, বরং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সাধারণ পর্যবেক্ষণ করেছেন।