
দ্য ওয়াল ব্যুরো: এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) আরও একটি পদক জিতল ভারত এবং সেটিও ভারোত্তোলনেই (Weightlifting)। দ্বিতীয় দিনের শেষে ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেছেন দেশের অন্যতম সেরা ভারোত্তোলক বিন্দ্যারানি দেবী (Bindyarani Devi)।
প্রথম চেষ্টায় ৮১ কিলো তোলেন বিন্দ্যারানি। দ্বিতীয় বারের চেষ্টায় তোলেন ৮৪ কেজি ভার। তৃতীয় চেষ্টায় ৮৬ কেজি তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৬ কেজি ভার তুলে নিজের পদক নিশ্চিত করেন বিন্দিয়া। সবমিলিয়ে মোট ২০২ কেজি ওজন তোলেন তিনি।
তবে কমনওয়েলথ গেমসে যাঁর দিকে সকলের নজর ছিল সেই মীরাবাঈ চানু গতকালই সোনা জিতেছেন। চানুর হাত ধরেই বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথম সোনা পেয়েছে ভারত। মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচেই ৮৮ কেজি ওজন তোলেন তিনি। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স এবং জাতীয় রেকর্ডের পাশাপাশি কমনওয়েলথ গেমসের মঞ্চেও নতুন রেকর্ড।