দু'চাকায় সমুদ্র থেকে পর্বত! বাংলায় আয়োজিত 'আল্ট্রা সাইক্লিং রেস'।
শেষ আপডেট: 5th January 2025 11:19
দু'চাকার ছোট্ট সাইকেল নামক যানটি যে শুধু একটি বাহন, তা নয়, এটি এক বিশাল ফ্যান্টাসিও বটে। হ্যান্ডেলে হাত রেখে, প্যাডেলের চাপে এগিয়ে চলা এক অন্যরকম স্বাধীনতার অনুভূতি বয়ে আনে। তাই ভ্রমণপিপাসুদের কাছে সাইকেল মানে শুধু গন্তব্য নয়, বরং যাত্রার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ।
বাঙালি পরিব্রাজক বিমল মুখার্জীর লেখা সেই 'দু'চাকায় দুনিয়া' আজও তাই স্বাধীনচেতা সাইকেলপ্রেমীদের কাছে বড্ড প্রিয়। এই বই জানায়, কীভাবে মাত্র দু’চাকার ওপর ভর করেই পৃথিবীর অজানা কোণে পৌঁছে যাওয়া যায়, যে উন্মাদনার কাছে কোনও বিশাল বাহনে করে বিশ্বভ্রমণের অভিজ্ঞতাও ফিকে।
তবে সময় যত আধুনিক হয়েছে, সভ্যতা যত দুর্দম হয়েছে, সাইকেল নিয়ে পরীক্ষানিরীক্ষাও তত বেড়েছে। মেনস্ট্রিম স্পোর্টসে জায়গা পেয়েছে এই বাহন। সাইকেল নিয়ে বহু প্রতিযোগিতা চলে এখন বিশ্বজুড়ে।
পিছিয়ে নেই ভারত, তথা বাংলা, আমাদের কলকাতাও। সেখানেই সাইক্লোলজি ইন্ডিয়া এবং ডি-কোয়েস্ট অ্যাডভেঞ্চারের উদ্যোগে অনুষ্ঠিত হল ভারতের পূর্বাঞ্চলের একমাত্র RAAM (Race Across America) কোয়ালিফাইং আল্ট্রা সাইক্লিং রেস, 'কোস্ট টু ক্রেস্ট' (Coast to Crest Ultra Cycling Race)। এই নিয়ে দ্বিতীয় বছরের পা রাখল এই রেস।
২০২৪ সালের ২৮ এবং ২৯ ডিসেম্বর শুরু হয় রেস। শেষ হয় নতুন বছরের সন্ধিক্ষণে। ৮৩০ কিমি দীর্ঘ এই রেসটি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্রতট থেকে এবং উত্তর দিকে চলতে চলতে শেষ হয় দার্জিলিংয়ের ঘুম স্টেশনে, যা ভারতের সর্বোচ্চ রেলস্টেশন (সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৬০ মিটার উচ্চতা)।