Latest News

শীর্ষে চিন, দুইয়ে আমেরিকা, অলিম্পিক পদক তালিকায় ভারত কত নম্বরে?

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারই ভারতীয় অ্যাথলিটদের নিয়ে স্বপ্ন দেখা হয়, কিন্তু সেইভাবে সফলতা আসে না। এবারও তাই ঘটছে।

প্রথম দিনেই ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো দিয়ে পদকের খাতা খোলে ভারত। ১৩তম দিনে ভারতের খাতায় রয়েছে ৫টি পদক। টোকিওয় এখনও পর্যন্ত ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।

মহিলাদের ভারোত্তোলন ছাড়াও ছেলেদের কুস্তি থেকে এসেছে একটি রুপো। ১টি করে ব্রোঞ্জ পদক এসেছে মেয়েদের বক্সিং, মেয়েদের ব্যাডমিন্টন ও ছেলেদের হকি থেকে। এখনও বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। শুক্রবার তার মধ্যে গুরুত্বপূ্ণ দিন।

মেয়েদের হকি থেকে ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। শুক্রবার তারা খেলতে নামবে। জ্যাভেলিন থ্রোয়ে নীরজ চোপড়ার মেডেল জয়ের সম্ভাবনা উজ্জ্বল। কুস্তিতে বজরংয়ের ইভেন্ট বাকি রয়েছে এখনও। গল্ফে অদিতি অশোকও পদকের স্বপ্ন দেখাচ্ছেন।

সার্বিকভাবে ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ-সহ মোট পাঁচটি পদকে জিতে ভারত পদক তালিকার ৬৫ নম্বরে। যদিও পদক সংখ্যার নিরিখে ভারতের অবস্থান যুগ্মভাবে ৩২ নম্বরে।

সবথেকে বেশি ৩৪টি সোনা জিতে এক নম্বরে রয়েছে চিন। তারা ২৪টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ-সহ মোট ৭৪টি পদক জিতেছে। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। আয়োজক জাপান ২২টি সোনা, ১০টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ জিতে তিন নম্বরে রয়েছে। পদক সংখ্যার দিক থেকে ৯১টি পদক জিতেছে আমেরিকা। তারা সোনা জিতেছে ২৯টি, রুপো জিতেছে ৩৫টি ও ব্রোঞ্জ জিতেছে ১৬টি।

 

You might also like