
আগ্রহের কেন্দ্রে চিমা, ডার্বির জন্যই জামশেদপুর জয় চান ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের (ISL) অভিযান দুর্দান্ত হয়েছে এটিকে-মোহনবাগানের। কেরলকে তারা চার গোল দিয়ে হারিয়েছে। রবিবার নামছে এস সি ইস্টবেঙ্গল (East Bengal), তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জামশেদপুর এফসি। পরের ম্যাচই অবশ্য ডার্বি (Derby), ২৭ নভেম্বর ম্যাচের আগে জয়ই পাখির চোখ ধরছে ইস্টবেঙ্গল।
গতবার লাল হলুদের ফল ভাল হয়নি, রবি ফাউলার এসে পুরো দলকেই ডুবিয়েছেন। এবার সেই কারণে স্প্যানিশ কোচ ম্যানুয়েল দিয়াজের ওপর ভরসা রেখেছেন কর্তারা। তিনি চান রক্ষণ সামলে আক্রমণে যেতে, যে কারণে রেসিপি, গোল যেন না হয়, তারপর গোলের জন্য দৌড়াও।
প্রস্তুতি ম্যাচে লাল হলুদ দল ভালই খেলেছে। প্রি সিজন প্র্যাকটিস ভালই হয়েছে দলের। কোচ তাই খুশি, এদিন প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, আমাদের লক্ষ্য প্রথম ম্যাচে দারুণভাবে জয়, কারণ পরের ম্যাচ এটিকে-মোহনবাগানের বিপক্ষে। সেই ম্যাচের আগে দলকে ভাল কন্ডিশনে থাকতে হবে।
তিনি আরও বলেছেন, ‘‘আমরা জামশেদপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলব। ডার্বি নয়, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রথম ম্যাচে জেতা গুরুত্বপূর্ণ। প্রাক-মরসুম প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। প্রথম ম্যাচে তাই ভাল খেলতে মুখিয়ে রয়েছি। ইতিহাস অনেক কথাই বলবে। কিন্তু এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্যও আমরা তৈরি।’’
𝙊𝙉𝙀 𝙈𝙊𝙍𝙀 𝙎𝙇𝙀𝙀𝙋!
Final training session before the first game✅.
We are ready to kickstart our 2021/22 #HeroISL campaign against Jamshedpur FC.#TorchBearers, we know that you are right behind us! 👊#SCEBJFC #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব 🔴🟡 pic.twitter.com/fEkIrHmZpy
— SC East Bengal (@sc_eastbengal) November 20, 2021
এ বার বিদেশিদের উপর অনেকটাই ভরসা করেছে এসসি ইস্টবেঙ্গল। কম সময় পেয়েও বিদেশি নিয়োগে বুদ্ধিমত্তা দেখিয়েছেন বিনিয়োগকারীরা। বিশেষত ড্যানিয়েল চিমাকে নিয়ে মুগ্ধ অনেকেই।
লাল হলুদের স্প্যানিশ হেডস্যার জানিয়েছেন, ‘‘আমি জানি, গতবার দল ভাল খেলতে পারিনি, তাই আমাদের কাছে এবারের চ্যালেঞ্জের। ভাল খেলতেই হবে, সমর্থকদের মুখে হাসি ফোটাতে হবে।’’
ইস্টবেঙ্গলের এবারের দলের আকর্ষণ ড্যানিয়েল চিমা। তিনি কী করেন, সেই নিয়ে আগ্রহ রয়েছে। তাঁর দিকেই গোলের জন্য চেয়ে থাকতে হবে। যদিও কোচ দিয়াজ বলেছেন, ‘‘চিমা ভাল ফুটবলার, ওর খেলার ধরণ উন্নত, তবে সবাই না ভাল খেললে ও একা কিছু করতে পারবে না। আমি চাই দলগত খেলা উপহার দিক ছেলেরা। আমি আশাবাদী।’’