
প্রথমার্ধে চিমা নিষ্প্রভই, এগিয়ে থেকেও গোল হজম ইস্টবেঙ্গলের
যদিও লিড বজায় রাখতে পারেনি বিরতির আগে পর্যন্ত, কারণ শেষদিকে প্রথমার্ধের ইনজুরি টাইমে জামশেদপুরের হয়ে সমতা ফেরান দলের নেতা পিটার হার্টলে। সেই কারণে রবিবার ম্যাচের বিরতিতে খেলার ফল ১-১।
চলতি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে ফুল ফুটিয়েছেন পেরোসেভিচ, তিনিই খেলা তৈরি করেছেন। বরং ম্রিয়মান লেগেছে স্ট্রাইকার ড্যানিয়েল চিমাকে। তাঁকে জামশেদপুরের রক্ষণ জঙ্গলে আটকে থাকতে দেখা গিয়েছে।
GOAL!
17' Franjo Prce helps us take a 1-0 lead.
SCEB 1 – 0 JFC #SCEBJFC #WeAreSCEB pic.twitter.com/vrs6z8883h
— SC East Bengal (@sc_eastbengal) November 21, 2021
ইস্টবেঙ্গলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে ৩০ মিনিটের মাথায়। সেবারও প্রেইসের শট জালে জড়িয়ে গিয়েছিল, কিন্তু মার্সেলা অফসাইডে ছিলেন।
এখনও পর্যন্ত আইএসএলে দুই দল দু’বার মুখোমুখি হয়েছে। ১-০ ফলে কিন্তু এগিয়ে লাল-হলুদ ব্রিগেড। একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। অন্য ম্যাচটি ২-১-এ জিতেছে লাল হলুদ বাহিনী।
গত বছর প্রথম বার আইএসএল খেলেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু প্রথম বছরেই হতাশ করেছিল তারা। গত বছর ২০টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিল এসসি ইস্টবেঙ্গল। ন’টি ম্যাচ হেরেছিল। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছিল।