শেষ আপডেট: 23rd March 2025 23:31
দ্য ওয়াল ব্যুরো: ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চিপকে দিনের শেষে ধোনিদের (MS Dhoni) জয়ধ্বনি।
রোববার আইপিএল-এ (IPL 2025) লড়াই ছিল চেন্নাই-মুম্বইয়ের। যেখানে রোহিত খাতাই খুলতে পারলেন না। শূন্যের নিরিখে খাতায় সবার উপরে হিটম্যানেরই নাম। ১৮টি শূন্য যে তিন ব্যাটারের নামে রয়েছে তাঁদের মধ্যে একজন রোহিত শর্মা। বাকিরা দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েল।
চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) পাঁচবার করে আইপিএল জিতেছে। যে কারণে গোটা দেশ মোটামুটি ভাবে ধরেই নিয়েছিল আজ থেকেই আইপিএল মরশুম শুরু।
হেভিওয়েট দুই দলের সম্মানের লড়াইয়ে শেষ হাসি হেসেছে ধোনিরা। চেন্নাইয়ের স্পিনারদের কেরামতিতে মুম্বই ১৫৫ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস।
একদা ধোনিদের দলের খেলোয়াড় দীপক চাহার মুম্বইয়ের হয়ে রান না করলে আরও কমেই শেষ হয়ে যেতে পারত এই ইনিংস। মোদ্দা কথা দিনান্তে ধোনির দল জিতল ৪ উইকেটে।
টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাইয়ের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়। স্পিন্নিং পিচকে কাজে লাগিয়ে স্পিনারের দাপট দেখা গিয়েছে এদিন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, নুর আহমেদ এবং রাচিন রবীন্দ্ররা দলে থাকায় যেমন অনেকটা সুবিধা হয়েছে চেন্নাইয়ের, তেমনই বাঁহাতি পেসার খলিল আহমেদও তোলেন তিন উইকেট।
আফগানিস্তানের স্পিনার নুর একাই তুলে নেন চার উইকেট। অশ্বিন নেন একটি। পেসার নাথান এলিসও একটি উইকেট নেন।
অন্যদিকে, মুম্বইয়ের হয়ে কোনও ব্যাটারই তেমন দাপট দেখাতে পারেননি। টিমটিম আশার আলো দেখালেও অধিনায়ক সূর্যকুমার যাদবও মাত্র ২৯ রান করে ফিরে যান। তাও ২৬ বলে। সূর্যের আউটের নেপথ্যে মহেন্দ্র সিং ধোনি। মাত্র ০.১২ সেকেন্ডে স্টাম্প আউট করে মুম্বইয়ের অধিনায়ককে মাঠ ছাড়া করেন তিনি।