শেষ আপডেট: 7th March 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে আর মাত্র কয়েকটাদিন বাকি। এরপরই শুরু হবে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে প্রতীক্ষিত টুর্নামেন্ট — আইপিএল। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে এই জনপ্রিয় লিগের শুভ সূচনা হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাইনাল ম্যাচ হবে ২৬ মে।
আইপিএল শুরুর আগেই কেকেআরের সূচি প্রকাশিত হয়েছে, এবার শুরু হয়েছে টিকিট কাটা। অনলাইনে BookMyShow-এর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। সাইটে ঢুকে ম্যাচ ও ভেন্যু নির্বাচন করে আসন বেছে নিয়ে সহজেই টিকিট বুক করা যাচ্ছে। লেনদেন সফল হলে ইমেল ও এসএমএসের মাধ্যমে বুকিং নিশ্চিত করা হয়।
টিকিটের চাহিদা এতটাই বেশি যে, বিক্রি শুরু হতেই দ্রুত সব টিকিট উধাও। এবার ন্যূনতম টিকিটের দাম রাখা হয়েছে ৯০০ টাকা, যা গত বছরের তুলনায় ১৫০ টাকা বেশি। H1 এবং G1 ব্লকের টিকিটের দাম ৯০০ টাকা, আর F1 ব্লকের টিকিট ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে ৯০০ এবং ২০০০ টাকার সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
BookMyShow-এর তথ্য অনুযায়ী, এখনও ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০০০০, ১৫০০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে। এমনকি ২৫০০০ ও সর্বোচ্চ ৩৫০০০ টাকার টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে। কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার ও লোয়ার টিয়ারের টিকিটের দামও এবার বেড়েছে। এই বছর পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, তাই দ্রুত বুকিং করাই বুদ্ধিমানের কাজ। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখতে চাইলে এখনই টিকিট কাটুন!