
চন্দননগরের অভিষেক ওয়েস্ট ইন্ডিজে ডাক পেলেন! দেশের জার্সি গায়ে খেলবেন বিশ্বকাপ
দ্য ওয়াল ব্যুরোঃ কথায় আছে, কপালের লিখন খণ্ডাবে কে! ভাগ্যে যদি থাকে জাতীয় দলের জার্সি গায়ে চাপবে, তো হাজার বাধা অতিক্রম করেও তা একদিন সফল হবেই। চন্দননগরের ক্রিকেটার অভিষেক পোড়েলের ক্ষেত্রেও এমনটাই ঘটল।
ঋষিকেশ কাতিনকারের কোচিংয়ে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল বর্তমানে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। যখন দল ঘোষণা হয়, সেই দলের রিজার্ভ স্কোয়াডেও জায়গা হয়নি অভিষেকের। তাই স্বভাবতই মনমরা ছিলেন তিনি। তবে ভেতরে ভেতরে বিশ্বাস ছিল, একদিন সুযোগ আসবেই।
অবশেষে সেই সুযোগ এসেছে। লারার দেশে বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় অভিষেকের সামনে খুলে গিয়েছে জাতীয় দলের দরজা। বিসিসিআই থেকে ফোন আসতেই তড়িঘড়ি পাসপোর্ট বানিয়ে ফেলেন অভিষেক। রবিবার ভিভের দেশে পাড়ি দেবে চন্দননগরের ঘরের ছেলে কিপার-ব্যাটার অভিষেক পোড়েল।
আপাতত দলে সুযোগ পেলে ভাল খেলতে চান তিনি। তারপরের লক্ষ্য সিনিয়র দলে সুযোগ পাওয়া। তবে সেটা যে বেশ কঠিন, তা ভালমতই জানেন অভিষেক। তাই আপাতত তাঁর ফোকাস ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ।