দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
শেষ আপডেট: 9th March 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: ভেন্যু-বিতর্ক মিটেও মিটছে না। থিতিয়ে গিয়েও ফের চাগাড় দিয়ে উঠছে ভারতের ‘অনৈতিক অ্যাডভান্টেজ লাভে’র বিতর্ক। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের চাঁচাছোলা প্রশ্নের জবাবে খুলে খেলেছেন গৌতম গম্ভীর। স্ট্রেট ড্রাইভ মেরেছেন রোহিতও। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিতে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার দায়ী করেছেন দুবাই-পাকিস্তান যাতায়াতকে। এই ঝক্কির জেরেই তাঁদের ফোকাস নড়ে যায় এবং গ্রুপের লড়াইয়ে ভাল খেললেও নকআউটে আশানুরূপ খেলতে পারেননি তাঁরা। আর এর জন্য দায়ী ভারতকে দুবাইয়ে খেলতে দেওয়ার সিদ্ধান্ত। ফাইনালে তিনি নিউজিল্যান্ডকেই সমর্থন করবেন। সাফ জানিয়েছেন মিলার।
যদিও এত বাদানুবাদের মধ্যে তর্ক উঠতে শুরু করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড তো সবই জানত। আর ভারত যে পাকিস্তানের কোথাও খেলবে না, সেটাও বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে স্পষ্ট বলে দেওয়া হয়। সবকিছুর পর আইসিসির সঙ্গে পাক ক্রিকেট বোর্ড আলোচনায় বসে যৌথভাবে এই দুবাইকে বিকল্প ভেন্যু ঘোষণার সিদ্ধান্ত নেয়। ভারত যে তাদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলবে তাতে সায় দেয় পিসিবি। এখন বাকি দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের একটা অংশ রে রে করে উঠলেও, স্বভাবিকভাবেই কৌতুহল দানা বেঁধেছে, পাক ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে। ঠিক কী কারণে তারা সেই সময় মুখে কুলুপ এঁটেছিল? কেন ভারতকে দুবাইয়ে খেলতে দেওয়ার ছাড়পত্র মঞ্জুর করেছিল পিসিবি?
জানা গিয়েছে, ভারতকে বেকায়দায় ফেলার সুযোগ থাকা সত্ত্বেও আর্থিক কারণেই এগোতে পারেনি তারা। কারণ, প্রায় ৩০ বছর বাদে বহুদেশীয় আইসিসি টুর্নামেন্ট আয়োজনের খরচ বাবদ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ কোটি টাকা পাওয়ার কথা পাকিস্তানের। আর্থিকভাবে ধুঁকতে থাকা একটি দেশের ক্রিকেট বোর্ডের কাছে এটা বেশ বড় অংকের তো বটেই, ভীষণ জরুরি টাকাও বটে।
এই অবস্থায় বিসিসিআই বেঁকে বসলে আইসিসির তরফে আয়োজক দেশ পাকিস্তানের কাছে দুটি প্রস্তাব রাখা হয়। এক: হয় তারা ভারতরকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করুক। দুই, নয়তো হাইব্রিড মডেল বেছে নিক। যেখানে পেশোয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরের তিনটি স্টেডিয়ামে বাকি টিম খেলবে। অন্যদিকে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলতে নামবেন রোহিতরা।
এই শর্তের একটা খারাপ দিক হচ্ছে, যদি প্রথমটা মেনে নিত পাকিস্তান, তাহলে সেই ৫৩ কোটি টাকার অংকে কোপ পড়ত। ভারত ছাড়া টুর্নামেন্ট হলে আইসিসি পিসিবিকে অতখানি অর্থ দিত না। তাই বাধ্য হয়ে, অনিচ্ছাসত্ত্বেও পাকিস্তান বোর্ড হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নেয়।
যদিও পাকিস্তান সমর্থকদের সুপ্ত আশা ছিল, টুর্নামেন্টের একটা অংশ দেশের বাইরে হলেও অন্তত ফাইনাল ম্যাচ পাকিস্তান লাহোরেই হবে। আর সেখানে মাঠে নামবেন বাবর আজমরা। দুবাইয়ের দ্বৈরথে পাকিস্তানকে হারিয়ে এবং সেমিতে অস্ট্রেলিয়াকে পরাস্ত করার পর টিম ইন্ডিয়া এই দুই আশাতেই জল ঢেলে দিয়েছে। আজ রোহিত শর্মা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুললে পাকিস্তানের কাটা ঘায়ে ছিটে নয়, অনেকটাই নুন ঢেলে দেবে গৌতম ব্রিগেড।